বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

আজিমপুরে চিরনিদ্রায় শায়িত আবুল মকসুদ

প্রেস ক্লাব ও শহীদ মিনারে শেষ শ্রদ্ধা

সাংস্কৃতিক প্রতিবেদক

আজিমপুরে চিরনিদ্রায় শায়িত আবুল মকসুদ

সাংবাদিক, কলামিস্ট, গবেষক, প্রাবন্ধিক ও লেখক সৈয়দ আবুল মকসুদের নামাজে জানাজা গতকাল জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় -বাংলাদেশ প্রতিদিন

রাজধানীতে আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন প্রথিতযশা সাংবাদিক, কলামিস্ট ও বুদ্ধিজীবী সৈয়দ আবুল মকসুদ। তিন দফা জানাজা শেষে গতকাল বাদ আসর তাঁকে সমাহিত করা হয়। বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁকে শ্রদ্ধা জানানো হয় প্রেস ক্লাবের পক্ষ থেকে। পরে মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তৃতীয় ও শেষ জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে মঙ্গলবার রাতে ধানমন্ডিতে ‘তাকওয়া’ মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় সৈয়দ আবুল মকসুদের। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে  আনা হয় তাঁর মরদেহ। সেখানে দ্বিতীয় জানাজায় অংশ নেন তাঁর দীর্ঘদিনের সাংবাদিক সহকর্মী ও শুভাকাক্সক্ষীরা। এরপর সৈয়দ আবুল মকসুদের মরদেহে ফুলেল শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সাংবাদিক নেতা শওকত মাহমুদ, জাতীয় প্রেস ক্লাবের বর্তমান সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বিএফইউজে, ডিইউজে, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাসস, পিআইবি ও সাব-এডিটরস কাউন্সিলের নেতারা। এ সময় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে আমরা একসঙ্গে একটা বইয়ের কাজ করছিলাম। তিনি শুধু সাংবাদিকের জন্য নয়, সমগ্র জাতির জন্য লিখতেন। উদার ও সাদা মনের মানুষ ছিলেন সৈয়দ আবুল মকসুদ। তিনি একজন মানবিক ও নিরপেক্ষ মানুষ ছিলেন। তিনি মানুষের ভালো কাজের আলোচনা করতেন ও অন্যায় কাজের সমালোচনা করতেন। মোট কথা তিনি সাদাকে সাদা বলতেন, আর কালোকে বলতেন কালো। মুখে যা বলতেন অন্তরে তা লালন করতেন। নীতি ও আদর্শের ওপর সারা জীবন তিনি অবিচল ছিলেন।’ এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় সৈয়দ আবুল মকসুদের মরদেহ। সেখানে আওয়ামী লীগের পক্ষে তাঁকে শেষ শ্রদ্ধা জানান কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।

সর্বশেষ খবর