শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

বিলুপ্তপ্রায় প্রাণী গন্ধগোকুল উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিলুপ্তপ্রায় প্রাণী গন্ধগোকুল উদ্ধার

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া এলাকায় শিশুদের তাড়া খেয়ে পুকুরে আটকা পড়া বিলুপ্তপ্রায় প্রাণী গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। আটকে পড়ার ৩২ ঘণ্টা পর গতকাল বিকালে পরিবেশবাদী সংগঠন  দ্য বার্ড সেফটি হাউজের সদস্যরা গন্ধগোকুলটি উদ্ধার করেন। সংগঠনটির চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, বুধবার সকালে স্থানীয় শিশুদের তাড়া খেয়ে গন্ধগোকুলটি পুকুরে কচুরিপানার স্তূপের ওপরে আশ্রয় নেয়। সেখান থেকে আর নামতে পারে না। গতকাল দুপুরে সংবাদ পেয়ে সহকর্মী সাইদুলকে নিয়ে ওই এলাকায় যাই। পরে নিজে পুকুরে নেমে প্রাণীটি উদ্ধার করি। তিনি বলেন, গন্ধগোকুল উদ্ধারের বিষয়টি রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী পরিদর্শককে অবহিত করা হয়েছে। মামুন বিশ্বাস আরও জানান, উদ্ধারের পর গন্ধগোকুল প্রাণীটিকে আতফঙ্কত মনে হচ্ছিল। বর্তমানে গন্ধগোকুল আমার হেফাজতে একটি বাঁশঝাড়ে অবমুক্ত করেছি। নিশাচর প্রাণীটি লোকালয়ের কাছাকাছি ঝোপ-জঙ্গলে বাস করে। প্রাণীটি তাল-খেজুর রস, ফল ও সবজি  খেয়ে বেঁচে থাকে। কৃষির জন্য ক্ষতিকর পোকামাড়র ও ইঁদুর খেয়ে কৃষকের উপকার করে এরা। মামুন বিশ্বাসের মতে, প্রাণীগুলো প্রকৃতি থেকে দ্রুত হারিয়ে যাচ্ছে।

সর্বশেষ খবর