সোমবার, ১ মার্চ, ২০২১ ০০:০০ টা

এখন বেসরকারি খাতে সক্ষমতা বাড়াতে হবে

-মীর নাসির হোসেন

এখন বেসরকারি খাতে সক্ষমতা বাড়াতে হবে

এলডিসি থেকে উত্তরণে বেসরকারি খাতের সক্ষমতা বাড়াতে হবে বলে মনে করেন ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সাবেক সভাপতি মীর নাসির হোসেন। তার মতে, আজ বাংলাদেশের অর্থনীতি যে পর্যায়ে এসেছে, তা উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের জন্য গর্বের ও আনন্দের। মহান স্বাধীনতা যুদ্ধের পর বিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতি আজ বিশ্বে সমাধিত।

গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেছেন, এখন বাংলাদেশকে চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। আমাদের ভয়ের কিছু নেই। আমাদের অর্থনৈতিক শক্তিমত্তা অনেক সাহস বাড়িয়ে দিয়েছে। এখন বেসরকারি খাতের সক্ষমতা বাড়াতে হবে। বিশ্ব বাজারে প্রতিযোগিতা মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। মীর নাসির হোসেন বলেন, এলডিসি থেকে বেরিয়ে যাওয়ার পর অগ্রাধিকারমূলক বাজার সুবিধা হারাবে বাংলাদেশ। কম সুদে ঋণ পাওয়া কমে যাবে। এমন সব চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা গড়ে তুলতে হবে। ব্যবসার খরচ কমাতে হবে। কর কাঠামো ঠেলে সাজাতে হবে। সরকারি নীতিগ্রহণের মধ্য দিয়ে সহায়তা পাওয়া গেলে সম্ভাবনাই বেশি দেখছি।

সর্বশেষ খবর