সোমবার, ১ মার্চ, ২০২১ ০০:০০ টা

মানবাধিকারের শর্ত পূরণ করতে হবে

-শফিউল ইসলাম মহিউদ্দিন

মানবাধিকারের শর্ত পূরণ করতে হবে

এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশের সামনে অনেক চ্যালেঞ্জ আছে বলে মনে করেন এফবিসিসিআইর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এমপি। তিনি বলেছেন, আগামীর চ্যালেঞ্জ বাংলাদেশকে মানবাধিকারের শর্তসমূহ পূরণ করতে হবে। একই সঙ্গে আগামীর চ্যালেঞ্জ ও সম্ভাবনা মোকাবিলায় এখনি পুরোপুরি প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক এই সভাপতি আরও বলেন, আমরা জাতি হিসেবে আজ গর্ববোধ করছি। জাতিসংঘ দীর্ঘ সময় যাচাই-বাছাই করে উন্নয়নশীল দেশের কাতারে যেতে যতগুলো প্রাথমিক সূচক রয়েছে, সেগুলোতে উত্তীর্ণ ঘোষণা করেছে। যদিও আগামীতে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এর মধ্যে কর অবকাশ সুবিধা না পাওয়ার প্রতিবন্ধকতা তো আছেই।

শফিউল ইসলাম মহিউদ্দিন আরও বলেন, আগে বাংলাদেশের জাতীয় বাজেট হতো, পরনির্ভরশীল। কিন্তু এখন অর্থনৈতিক সক্ষমতা অর্জন করায় বাজেট হবে আত্মনির্ভরশীল। বিশ্ব বাণিজ্যে দরকষাকষিতে অনেক সুবিধা পাবে বাংলাদেশ। সব মিলিয়ে করোনা সংকট মোকাবিলা করে আগামী দিনে বিশ্ববাজার ও অর্থনীতিতে দাপটের সঙ্গে এগিয়ে যাবে বাংলাদেশ।

সর্বশেষ খবর