সোমবার, ১ মার্চ, ২০২১ ০০:০০ টা

করোনায় আরও আট মৃত্যু, শনাক্ত ৩৮৫

নিজস্ব প্রতিবেদক

করোনায় আরও আট মৃত্যু, শনাক্ত ৩৮৫

করোনাভাইরাস সংক্রমণে দেশে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। সংক্রমণ শনাক্ত হয়েছে ৩৮৫ জনের দেহে। সুস্থ হয়ে উঠেছেন ৮১৭ জন। এ নিয়ে গতকাল সকাল ৮টা পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ৪৬ হাজার ২১৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে আট হাজার ৪০৮ জন। সুস্থ হয়েছেন চার লাখ ৯৬ হাজার ৯২৪ জন। গতকাল স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪১১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার ছিল ২ দশমিক ৮৭ শতাংশ। গতকাল পর্যন্ত শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ছিল ৯০ দশমিক ৯৮ শতাংশ ও সুস্থতার হার ছিল ১ দশমিক ৫৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে ছয়জন ছিলেন পুরুষ ও দুই জন নারী। সবার মৃত্যু হয়েছে হাসপাতালে। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে চারজন ছিলেন ষাটোর্ধ্ব, দুইজন পঞ্চাশোর্ধ্ব, একজন চল্লিশোর্ধ্ব ও একজনের বয়স ছিল ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। এর মধ্যে পাঁচজন ঢাকা ও তিনজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা ছিলেন। অধিকাংশ করোনা রোগী বাড়িতে অবস্থান করে চিকিৎসা নেওয়ায় গতকাল দেশের কভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালগুলোর ১০ হাজার ৩২৩টি সাধারণ শয্যার মধ্যে খালি ছিল আট হাজার ৯৪২টি। এছাড়া ৫৮২টি আইসিইউর মধ্যে খালি ছিল ১৪৭টি। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্তের তথ্য জানানো হয় ও ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

সর্বশেষ খবর