বুধবার, ৩ মার্চ, ২০২১ ০০:০০ টা

জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করতে হবে

-এম এ আউয়াল

জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করতে হবে

ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল বলেছেন, একাত্তরে মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তি ও রাজনৈতিক দল জামায়াতে ইসলামী এখনো অবলীলায় তাদের কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। নির্বাচন কমিশনে দলটির নিবন্ধন স্থগিত আছে। বিশেষত উচ্চ আদালতে দলটিকে নিষিদ্ধের বিষয়টি এখন বিচারাধীন। দলমত নির্বিশেষে একাত্তরের পরাজিত শক্তির বিরুদ্ধে আবারও সবাইকে সতর্ক হতে হবে। তিনি বলেন, জাতির পিতার জন্মশতবর্ষ ও স্বাধীনতার ৫০ বছর পূর্তির এই ঐতিহাসিক মুহূর্তে দেশের মানুষ ঘাতক, দালাল,   রাজাকার, আলবদর নেতাদের বিচার নিশ্চিতের মতো জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। এম এ আউয়াল বলেন, জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার জন্য আমরা দীর্ঘদিন লড়াই চালিয়ে যাচ্ছি। যুদ্ধাপরাধীদের দল জামায়াতে ইসলামীর বিচার কার্যক্রম শুরু করে তাদের রাজনীতি নিষিদ্ধ না করলে রাজপথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব। তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগ এবং সরকারের অনুদানে দেশে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের প্রকল্প চলছে। ইতিমধ্যে ১৭০টি স্থাপনা নির্মাণ শেষ হয়েছে। হাজার বছরের বাঙালি কিংবদন্তি নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এ ব্যাপারে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করি। আমাদের দাবি, মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক প্রকল্পের নামকরণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করতে হবে। দলের সাংগঠনিক অবস্থা প্রসঙ্গে এম এ আউয়াল বলেন, ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের অনেক নেতা ইসলামী গণতান্ত্রিক পার্টিতে যোগ দিয়েছেন। দিনদিন দলের কলেবর বাড়ছে। সংগঠনকে শক্তিশালী করতে সারা দেশে কাজ চলছে। শিগগিরই নতুন উদ্যমে সংগঠনকে সাজাব। সমমনা দলগুলো নিয়ে একটি ঐক্য প্রচেষ্টা রয়েছে দীর্ঘদিনের। অনেকের সঙ্গে কথা বলে ইতিবাচক সাড়া পেয়েছি। এম এ আউয়াল বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় থাকায় দেশে ইসলামের প্রচার ও প্রসার হচ্ছে। পীর মাশায়েখগণের দরবার-দরগায় উরস শরিফ অনুষ্ঠিত হচ্ছে, মিলাদ ও কিয়াম হচ্ছে। সরকারের এই কার্যক্রম অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য।

এক প্রশ্নের জবাবে সাবেক এমপি এম এ আউয়াল বলেন, বাঙালির হাজার বছরের পরাধীনতার ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের সৃষ্টি হতো না। সেই বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়তে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সরকারের সাফল্য ব্যর্থতা প্রসঙ্গে এম এ আউয়াল বলেন, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, ডিজিটাল বাংলাদেশ গঠন, কৃষি, খাদ্য, জাতিসংঘ শান্তি মিশন, বিদ্যুৎ, শিল্প-বাণিজ্য, ভূমি ব্যবস্থাপনা, যোগাযোগ, করোনা মোকাবিলাসহ নানান ক্ষেত্রে সরকারের সাফল্য রয়েছে। ব্যর্থতা প্রসঙ্গে বলেন, নৈতিক অবক্ষয়, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা, নিত্যপণ্য নিয়ন্ত্রণে রাখতে না পারাই সরকারের ব্যর্থতা। এ ব্যাপারে কঠোর ভূমিকা রাখতে হবে।

সর্বশেষ খবর