বুধবার, ৩ মার্চ, ২০২১ ০০:০০ টা

দিনাজপুরে ফুটবল চমকে কিশোরীরা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে ফুটবল চমকে কিশোরীরা

চারপাশে দর্শকের ভিড়। মাঝখানে ফুটবল নিয়ে মেতে আছে কিশোরীর দল। দর্শকদের উৎসাহ পেয়ে ম্যাচ জয়ের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে তারা। গতকাল বিকালে দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে ঈদগাহ বালিকা উচ্চবিদ্যালয় ও নওশীন প্রমীলা ফুটবল একাডেমি এক প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয়েছিল। হাজারও দর্শকের মধ্যে ফুটবলের উন্মাদনা ছড়িয়ে ম্যাচটি টাইব্রেকারে জিতে নেয় নওশীন প্রমীলা ফুটবল একাডেমির মেয়েরা। ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশূন্য থাকে। দুটি দলই দারুণ ফুটবল খেলেও কোনো গোল করতে পারেনি নির্ধারিত সময়ে। ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়কে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হারায় নওশীন প্রমীলা ফুটবল একাডেমি। কিশোরীদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ  ফুটবল ম্যাচ দেখে মন্ত্রমুগ্ধ হয়ে ছিল দর্শক। ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয় দলের গোলরক্ষক মুন্নি এবং নওশীন প্রমীলা ফুটবল একাডেমির গোলরক্ষক ও অধিনায়ক সাগরিকা দুজনই নিজ নিজ দলের হয়ে কৃতিত্ব দেখাতে মরিয়া ছিলেন। টাইব্রেকারে নওশীন প্রমীলা ফুটবল একাডেমির পক্ষে গোল করেন অধিনায়ক ও গোলরক্ষক সাগরিকা, তন্নী, চয়ন্তি, হাফেজা ও মিষ্টি। অন্যদিকে ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয় দলের পক্ষে গোল করেন অধিনায়ক তন্নিমা, সোমা, শালিমা ও তারা। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নওশীন প্রমীলা ফুটবল একাডেমির অধিনায়ক ও গোলরক্ষক সাগরিকা। উল্লেখ্য, সাগরিকা বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দলের একজন খেলোয়াড়। অন্যদিকে ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয় দলের অধিনায়ক তন্নিমা সম্প্রতি জাতীয় নারী ফুটবল দলে ডাক পেয়েছেন বলে জানিয়েছেন আয়োজকরা। দিনাজপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পল্লী শ্রী’র আয়োজনে এবং অক্সফাম ঢাকার সহযোগিতায় মুজিব শতবর্ষ উপলক্ষে অনুষ্ঠিত হয় কিশোরীদের এই প্রীতি ফুটবল ম্যাচ। রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন ওবায়েদুর রহমান, মোতাহার, বিপ্লব ও ফয়জার। ধারাভাষ্য দিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন মো. রাজু হোসেন ও সিরাজাম মুনিরা। ‘কন্যাশিশুর বিয়ে নয়, করবে তারা বিশ্ব জয়’, ‘ছোট একটি উদ্যোগই পারে অনেক বড় পরিবর্তন আনতে’, ‘মুজিব শতবর্ষের অঙ্গীকার, সুরক্ষিত হবে মানবাধিকার’ স্লোগান সামনে রেখে কিশোরীদের মধ্যে আত্মবিশ্বাস তৈরির লক্ষ্যে আয়োজন করা হয় এ প্রীতি ফুটবল ম্যাচ। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন দাতা সংস্থা অক্সফাম ঢাকার পক্ষে জেন্ডার জাস্টিস অ্যান্ড সোশ্যাল ইনক্লুশন প্রোগ্রামের কো-অর্ডিনেটর (প্রোগ্রাম) মাহফুজা আক্তার মালা ও অফিসার (প্রোগ্রাম) সাদিকা তাবাস্সুম। প্রীতি ম্যাচের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘নারীদের প্রতিভাকে দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে। জাতির জনক শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করে আরও এগিয়ে যেতে হবে কিশোরী খেলোয়াড়দের।’ এতে সভাপতিত্ব করেন ‘পল্লী শ্রী’র নির্বাহী পরিচালক শামিম আরা বেগম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিলি চৌধুরী, মহিলা বিষয়ক উপ-পরিচালক মো. মোরশেদ আলী খান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুন বেগম লাবুন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদিকা ফাহিমা ইয়াসমিন কলি প্রমুখ।

সর্বশেষ খবর