বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১ ০০:০০ টা

আরও ৪ কোটি ডোজ টিকা আনা হবে

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আমরা আশা করি, জুন-জুলাই পর্যন্ত যা অর্ডার আছে এবং কোভেক্স থেকে পাওয়া টিকা মিলিয়ে আমাদের হাতে ৪ কোটি ডোজ টিকা থাকবে। এই চার কোটি ডোজ হাতে চলে আসবে বিভিন্ন সময়ে বিভিন্ন মাসে। সেই অনুযায়ী আমরা টিকা কার্যক্রম চালাব। প্রয়োজনে টিকা কার্যক্রমেও পরিবর্তন করা হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারতে ৬০ বছর বা এর বেশি বয়সীদের টিকা দেওয়া হয়। আমাদের দেশে এটা অনেক কমিয়ে ৪০ বছরে নিয়ে এসেছি। ৪০ বছরে নিয়ে আসার কারণে আমাদের চার কোটি মানুষকে টিকা দিতে হবে। আমাদের হাতে যদি টিকা বেশি আসে, তাহলে বয়সের বিষয়টি চিন্তা করতে পারব। শিডিউলও পরিবর্তন করতে পারব। আমাদের সবসময় চেষ্টা থাকবে, নিশ্চিত হয়ে যেন আমরা কাজ করি। দ্বিতীয় ডোজ      যেন আমাদের হাতে থাকে। সেটাকে মাথায় রেখে আমরা কাজ করে যাচ্ছি। টিকা কেনার জন্য ইতিমধ্যে বিভিন্ন সংস্থা সাড়ে ৩ হাজার মিলিয়ন ডলার সহায়তার প্রস্তাব দিয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন। তিনি বলেন, আমরা কতটুকু নেব, আমাদের কতটুকু প্রয়োজন আছে সেটার ওপর সিদ্ধান্ত হবে। ইতিমধ্যে ৫০০ মিলিয়ন ডলার যেটা বিশ্ব ব্যাংকের ছিল, সেটা তো অনুমোদন হয়ে গেছে। বেসরকারিভাবে টিকা এলে তা কি টাকা দিয়ে কিনতে হবে- এই প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়া টিকা বাংলাদেশ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদন সাপেক্ষে বেসরকারিভাবে কেউ আনতে চাইলে নিজ খরচে আনতে হবে। যে নেবে তাকেও নিজ খরচেই নিতে হবে। সরকারিভাবে যেটা দেওয়া হচ্ছে, ভবিষ্যতেও সেটা বিনামূল্যেই দেওয়া হবে বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর