শুক্রবার, ৫ মার্চ, ২০২১ ০০:০০ টা

সুস্থ হলেন ৫ লক্ষাধিক করোনা রোগী

২৪ ঘণ্টায় মৃত্যু ৭ শনাক্ত ৬১৯

নিজস্ব প্রতিবেদক

সুস্থ হলেন ৫ লক্ষাধিক করোনা রোগী

দেশে গতকাল পর্যন্ত করোনাভাইরাস সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ৪৮ হাজার ৫৮৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৪৫৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৪১ জন। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৬১৯ জন। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিকে করোনাভাইরাস সংক্রমণে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন সাতজন। সবার বয়স ছিল ৬০ বছরের বেশি। এর মধ্যে পাঁচজন ছিলেন পুরুষ ও দুজন নারী। সবার মৃত্যু হয়েছে হাসপাতালে। মৃত সাতজনের মধ্যে চারজন ঢাকা এবং একজন করে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট বিভাগের বাসিন্দা ছিলেন। গতকাল পর্যন্ত করোনা সংক্রমণে মোট মারা গেছেন ৮ হাজার ৪৩৫ জন।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৯৮৫টি নমুনা পরীক্ষায় ৬১৯ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩ দশমিক ৮৭ শতাংশ, যা আগের দিনের চেয়ে দশমিক ১৩ শতাংশ বেশি। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ২৩ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ। এদিকে হাসপাতালে করোনা সংক্রমিত রোগী ভর্তির সংখ্যা আবারও অল্প অল্প করে বাড়ছে। গতকাল দেশের কভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালগুলোর সাধারণ শয্যায় ১ হাজার ৪৯৮ জন ও আইসিইউতে ১৮২ জন রোগী ভর্তি ছিলেন। ১ মার্চ সাধারণ শয্যায় ১ হাজার ৩৭৭ জন ও আইসিইউতে ১৫৪ জন রোগী ভর্তি ছিলেন। তবে অধিকাংশ রোগী বাড়িতে থেকে চিকিৎসা নেওয়ায় এখনো হাসপাতালের ৮৪ শতাংশ শয্যা খালি রয়েছে। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্তের তথ্য জানানো হয় ও ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

সর্বশেষ খবর