শুক্রবার, ৫ মার্চ, ২০২১ ০০:০০ টা

বাসে নারী উত্ত্যক্তকারী ধরবে সিসিটিভি ক্যামেরা

জিন্নাতুন নূর

ঢাকাসহ সারা দেশে বাসের নারী যাত্রীদের প্রায় প্রতিনিয়ত যৌন হয়রানিসহ নানা রকম উত্ত্যক্তের ঘটনার শিকার হতে হয়। বিভিন্ন সময় বাসের ভিতর নারী যাত্রীকে ধর্ষণ এবং সঙ্ঘবদ্ধ ধর্ষণ শেষে চলন্ত বাস থেকে ফেলে দেওয়ার ঘটনাও ঘটেছে। এ অবস্থায় সরকার বাসে নারী যাত্রীদের সুরক্ষায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে যাচ্ছে। ‘গণপরিবহনে নারীর নিরাপদ যাতায়াত ব্যবস্থাপনায় উন্নয়ন কর্মসূচি’ নামক পাইলট প্রকল্পের অধীনে চলতি বছরের এপ্রিল  থেকে মে মাসের মধ্যে ঢাকা ও আশপাশের চারটি রুটের ১০০টি বাসে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। এর ফলে কোনো নারী যাত্রী যৌন হয়রানির শিকার হওয়া মাত্রই এই ঘটনার খবর তাৎক্ষণিক পৌঁছে যাবে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে স্বেচ্ছসেবী সংগঠন দীপ্ত ফাউন্ডেশন এই কর্মসূচি বাস্তবায়ন করছে। সংশ্লিষ্টরা জানান, ঢাকা সিটি করপোরেশনের উত্তর ও দক্ষিণ অংশ, সাভার এবং গাজীপুর এই চারটি রুটের বেসরকারি মালিকাধীন ১০০ বাসে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। এ ছাড়াও বাসের ভিতর সচেতনতামূলক স্টিকার লাগানো, বাসচালক ও হেলপারদের মধ্যে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার বিষয়গুলো কর্মসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে। মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা জানান, গণপরিবহনে নারীর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনে প্রতিটি রুটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। গণপরিবহনে এসব ভ্রাম্যমাণ আদালতের ফোন নম্বর ও যোগাযোগের ঠিকানা থাকবে। পর্যায়ক্রমে সব গণপরিবহনে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। জানা যায়, প্রতিটি রুটে প্রাথমিকভাবে ২৫টি করে ক্যামেরা স্থাপন করা হবে বাসে। একটি বাসে একটি শক্তিশালী সিসি ক্যামেরা স্থাপিত হবে। দীপ্ত ফাউন্ডেশনের অফিসে সকাল থেকে রাত পর্যন্ত সিসিটিভি ক্যামেরায় নজরদারি ও পর্যবেক্ষণ করা হবে। এ ছাড়া মাঠ পর্যায়েও নজরদারির ব্যবস্থা থাকবে। যখন কোনো বাসে উত্ত্যক্তকারী নারীকে উত্ত্যক্ত করবে তা দেখামাত্রই পর্যবেক্ষণকারী দল ‘১০৯’ ও ‘৯৯৯’ এর মতো সংশ্লিষ্ট জরুরি হেল্পলাইন নম্বরে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্যের জন্য ফোন করবেন। দীপ্ত ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাকিয়া কে হাসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সিসিটিভি ক্যামেরা স্থাপনে বাসমালিকদের রাজি করাতে এক বছর সময় লেগেছে। তাদের সঙ্গে আমরা ২৩টি বৈঠক করেছি। এর মধ্যে যারা আগ্রহী এমন ৪০টি বাস কোম্পানির মালিক তাদের বাসে সিসিটিভি ক্যামেরা লাগাতে আগ্রহ দেখিয়েছেন।

সর্বশেষ খবর