শুক্রবার, ৫ মার্চ, ২০২১ ০০:০০ টা

কংগ্রেসে ট্যাক্সিচালকদের স্লোগান, আমরাও মর্যাদার সঙ্গে বাঁচতে চাই

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

ট্যাক্সিচালকদের আর্থিক সংকট মোচনের বিধিসংবলিত করোনা স্টিমুলাস বিল তথা ‘আমেরিকা উদ্ধার পরিকল্পনা’ অবিলম্বে পাসের দাবিতে ৩ মার্চ ট্যাক্সিচালকরা বিক্ষোভ করলেন ক্যাপিটল হিলের সামনে। নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের নেতৃত্বে শতাধিক ট্যাক্সি নিয়ে ড্রাইভাররা রাজধানী ডিসিতে এসেছিলেন। নেতৃত্বে ছিলেন অ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ভৈরবী দেশাই। সমন্বয়ে ছিলেন অ্যালায়েন্সের লেবার অর্গানাইজার বাংলাদেশি আমেরিকান টিপু সুলতান।

নিউইয়র্ক সিটিতে কর্মরত ২ লাখ ট্যাক্সি (ইয়েলো, উবার, লিফট, গ্রিনক্যাব, ব্ল্যাককার, লিমুজিন ইত্যাদি) ড্রাইভারের প্রায় সবাই করোনার  তান্ডবে কঠিন সংকটে পড়েছেন পরিবার-পরিজন নিয়ে। বিশেষ করে যারা ট্যাক্সি-ম্যাডেলিয়নের মালিক হয়েছিলেন মোটা অর্থ বিনিয়োগ করে। তারা ব্যাংক থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধে সক্ষম না হওয়ায় এ পর্যন্ত ১০ ট্যাক্সি ড্রাইভার আত্মহত্যা করেছেন। শতাধিক ড্রাইভারের বসতবাড়ি নিলামে উঠেছে।

সর্বশেষ খবর