শনিবার, ৬ মার্চ, ২০২১ ০০:০০ টা

এফবিসিসিআই হওয়া উচিত গবেষণাভিত্তিক সংগঠন

-মো. জসিম উদ্দিন

এফবিসিসিআই হওয়া উচিত গবেষণাভিত্তিক সংগঠন

বিশিষ্ট ব্যবসায়ী বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান ও এফসিসিআইর সাবেক  প্রথম সহসভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, দেশের ব্যবসা-বাণিজ্যের জন্য এফবিসিসিআইর মতো সংগঠন খুবই জরুরি। সেই সংগঠন হওয়া উচিত গবেষণাভিত্তিক। ছোট-বড় সব ব্যবসায়ীকে নিয়ে কাজ করা উচিত। অংশগ্রহণমূলক প্রতিষ্ঠান হওয়া উচিত। যারা নির্বাচন করেন, তারা যেসব সেক্টর থেকে আসেন সেসব ব্যবসায়ীর প্রতিনিধিত্ব করবেন। যারা প্রকৃত ব্যবসায়ী তাদের সংগঠনই হওয়া উচিত এফবিসিসিআই। বাংলাদেশ প্রতিদিনকে বিপিজিএমইর সভাপতি জসিম উদ্দিন বলেন, আমি একজন  ব্যবসায়ী। অনেক ছোট থেকে বড় হয়েছি। আমিও ক্ষুদ্র উদ্যোক্তা ছিলাম। সুতরাং আমি জানি ছোট ব্যবসায়ীদের দুঃখ-দুর্দশা। এফবিসিসিআইর মতো সংগঠন সবার জন্য দরকার। বিশেষ করে ছোটদের। বড়দের সমস্যা নিজেরাই সমাধান করতে পারে। কিন্তু ছোটরা নিজেদের সমস্যা নিজেরা সমাধান করতে পারে না। তাদের জন্য বেশি দরকার। তিনি বলেন, আমি এফবিসিসিআইর দায়িত্ব নিতে পারলে সারা দেশের সব  চেম্বার ও অ্যাসোসিয়েশনকে ব্যাংকের সঙ্গে সংযুক্ত করতে চাই। ব্যাংক এখন ছোট ছোট ব্যবসায়ীদের টাকা দিতে পারে না। ব্যাংকগুলো মনে করে এটি ঝুঁকিপূর্ণ। টাকা ফেরত না পাওয়ার আশঙ্কা তাদের। চেম্বার ও অ্যাসোসিয়েশন এদের সঙ্গে সম্পৃক্ত থাকলে, কো-অপারেট করা গেলে সবাই উপকৃত হবে। এসব কাজ করার পরিকল্পনা রয়েছে আমার। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর বলিষ্ঠ ভূমিকায় মহামারী করোনার ধাক্কা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। তবে রপ্তানি এখনো আগের অবস্থায় ফেরেনি। কিছুটা ধীরগতি রয়েছে। সামনে এলডিসি গ্রাজুয়েশন করার জন্য আমাদের একটা চ্যালেঞ্জ আসছে। এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সরকারি এবং বেসরকারি খাতকে একত্রে কাজ করতে হবে। বিদেশে বাংলাদেশের মিশনগুলোর বিজনেস উইংগুলোর মাধ্যমে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট-এফটিএ নিয়ে কাজ করতে হবে। চলতি বছর ভিয়েতনাম ইউরোপের এফটিএ সুবিধা পেলে তারা শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে। তখন কিন্তু আমাদের প্রতিযোগিতা থাকছে না। রাশিয়া, তুরস্কের মতো জায়গায় এফটিএ নিয়ে কাজ করা দরকার। এফবিসিসিআই সেই কাজটিই করবে। সরকারি আমলাদের সঙ্গে বেসরকারি খাতকে সম্পৃক্ত করা দরকার। পলিসিগুলোর সঙ্গে আমাদের সম্পৃক্ত করা। যেমন আমাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলো যখন বাস্তবায়ন হবে সেখানে পরিবেশের কী হবে, সমস্যাগুলো কী তা চিহ্নিত হয়নি। এসব পলিসি ঠিকমতো করা না গেলে শিল্প ক্ষতিগ্রস্ত হবে।

সর্বশেষ খবর