শনিবার, ৬ মার্চ, ২০২১ ০০:০০ টা

বাণিজ্যে প্রতিবন্ধকতা রুখতে সক্ষম নেতৃত্ব দরকার

-আবদুল আউয়াল মিন্টু

বাণিজ্যে প্রতিবন্ধকতা রুখতে সক্ষম নেতৃত্ব দরকার

বিশিষ্ট ব্যবসায়ী এফবিসিসিআইর সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু বলেছেন, এফবিসিসিআই দেশের ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যারা জড়িত তাদের প্রতিনিধিত্বকারী শীর্ষ সংগঠন। এই সংগঠন ব্যবসা-বাণিজ্যের সব প্রতিবন্ধকতা কাটিয়ে সবার প্রয়োজনে কাজ করে। ব্যবসা-বাণিজ্য কোনো একক ব্যক্তির সুবিধা নয়, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে কাজ করে। সেই সংগঠনে যদি যোগ্য নির্বাচিত নেতা না আসেন তাতে দেশের ক্ষতি হয়।

বাংলাদেশ প্রতিদিনকে আবদুল আউয়াল মিন্টু বলেন, দেশের সব ব্যবসা-বাণিজ্য খাতে গুরুত্ব দিয়ে কাজ করেন চেম্বার ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। ফেডারেশন গঠন করার মূল উদ্দেশ্য আমরা যদি দেখি ভারতে ফ্রি কি বা ইউএস ফেডারেশন সেখানে জাতীয় চেম্বার বা অ্যাসোসিয়েশন বাণিজ্যিক সংগঠনে গুরুত্বপূর্ণ সংস্থা। জাতীয় বাণিজ্যে ইউএস চেম্বার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেসব দেশে এসব বাণিজ্য সংগঠন সরকারি কর্তৃত্বে যায়নি তারা পুরো ব্যবস্থার উন্নতি ঘটাতে পারেন। আমাদের এখানকার বেশির ভাগ প্রতিষ্ঠান সরকারের কর্তৃত্বে চলে গেছে। সরকার চায় তাদের লোক নির্বাচিত হোক। এভাবে কোনো সংগঠন ব্যবসায়ীদের জন্য কিছু করতে পারবে না। তিনি আরও বলেন, একজন উদ্যোক্তা যখন কোনো ব্যবসা শুরু করেন তাকে বিদ্যুতের জন্য, পানির জন্য সরকারের কাছে যেতে হয়। নানা কিছুর জন্য সরকারের কাছে দৌড়াতে হয়। দিনের পর দিন ঘুরতে হয়। বাণিজ্য সংগঠন হিসেবে এসব সমাধানে এফবিসিসিআইকে কাজ করতে হবে। যারা সভাপতি বা পরিচালক তারা দায়িত্ব পালন করতে পারেন। গুরুত্বপূর্ণ জায়গায় যদি সে রকম যোগ্য নেতৃত্ব আসে তারা অনেক কিছু করতে পারেন। ব্যবসা-বাণিজ্যকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সব প্রতিবন্ধকতা দূর করতে সরকারকে বাধ্য করতে হবে। সংস্থার ভূমিকা রাখতে হবে ব্যবসার স্বার্থ রক্ষায়। এফবিসিসিআই জাতীয় প্রতিনিধিত্ব করে। তিনি আরও বলেন, আমাদের সময় পুরোপুরি নির্বাচন হতো। যা কোনোভাবেই অবজ্ঞা করা যাবে না। আমি যখন নির্বাচন করেছিলাম প্রতিটি ভোটারের বাড়িতে বাড়িতে গিয়েছিলাম। চার বছর প্রতিনিধিত্ব করেছি, কেউ বলতে পারবে না সরকারের সঙ্গে দেনদরবার করিনি। আজকাল জেলা চেম্বার বা অ্যাসোসিয়েশন সরকারের লোকজন দখল করার চেষ্টা করে। এটা কোনোভাবে একটি শক্তিশালী সংগঠনের জন্য কাম্য নয়। নির্বাচনের মাধ্যমে আমরা ভালো নেতা পাব। যে বাধা আছে সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে ভালো নেতৃত্ব। সংগঠন যতই গুরুত্বপূর্ণ হোক তার জন্য যোগ্য নেতৃত্ব প্রয়োজন। যারা কাজ করতে পারবে। নেতৃত্ব যদি ঠিক না থাকে তবে সেই প্রতিষ্ঠান থাকা বা না থাকা একই কথা।

সর্বশেষ খবর