শনিবার, ৬ মার্চ, ২০২১ ০০:০০ টা

এফবিসিসিআই বাণিজ্য স্বার্থ রক্ষায় কাজ করবে

-এ কে আজাদ

এফবিসিসিআই বাণিজ্য স্বার্থ রক্ষায় কাজ করবে

এফবিসিসিআইর সাবেক সভাপতি হামিম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদ বলেছেন, দেশের বাণিজ্য সংগঠনের শীর্ষ সংস্থা এফবিসিসিআই ব্যবসায়িক স্বার্থ রক্ষায় কাজ করবে এটা সবারই প্রত্যাশা করে। চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে নির্বাচিত প্রতিনিধিরা সারা দেশে ব্যবসায়ীদের জন্য কাজ করেন। সরকারি নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সংগঠন। একটি শক্তিশালী সংস্থা গড়তে হলে যোগ্য নেতৃত্ব আসতে হবে।

বাংলাদেশ প্রতিদিনকে এ কে আজাদ বলেন, এফবিসিসিআই সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সরকারের নীতি প্রণয়নে বিশেষ করে শুল্ক হার, ভ্যাট হার, কর হার ছাড়াও বিভিন্ন খাতের সমন্বয় সাধনে যৌথ নেতৃত্ব দিয়েছে। অতীতে এটি ভূমিকা রেখেছে, করোনাকালীন সংকটের সময় কিছুটা শিথিল ছিল। কিন্তু এ সময়ে ব্যাংকিং কাজে উদ্যোগ নেওয়া, সিঙ্গেল ডিজিট দাবি ও বাস্তবায়ন, ঋণ শ্রেণিকরণ সুবিধা নিয়ে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অতীতে আমরা ভারত, ভুটানের সঙ্গে জিরো ট্যারিফ সুবিধা নিয়েও সরকারের সঙ্গে অনেক কাজ করেছি। এসব কাজের উদ্দেশ্য একটাই দেশের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করা। ব্যবসা করতে হলে নীতি সহায়তাই গুরুত্বপূর্ণ। সব ব্যবসায়ী তাই চায়। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রণোদনার জন্য এফবিসিসিআই কাজ করেছে। সরকারের সঙ্গে দেনদরবার করেছে। যদিও ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা প্রণোদনা কম পেয়েছে। বড় ব্যবসায়ীরা বেশি পেয়েছে। এটা নিয়ে এখনো কাজ করার সুযোগ রয়েছে। নতুন নেতৃত্ব এসব বিষয়ে নজর দেবেন এমনটি সব ব্যবসায়ীর প্রত্যাশা। সারা দেশের চেম্বার ও অ্যাসোসিয়েশন প্রতিনিধিদের সঙ্গে কোয়ালিশন করেই কাজ করা উচিত। তাদের প্রতিনিধিদের দিয়ে এফবিসিসিআই নতুন নেতৃত্ব আসবে। সামনের নির্বাচনে অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে মূল নেতৃত্ব আসবে। এ বছর যারা মূল নেতৃত্বে আসবেন তাদের অতীত অভিজ্ঞতা রয়েছে। তারা ভ্যাট নিয়ে কাজ করেছেন। সেসব অভিজ্ঞতা দিয়ে আশা করি ভালো  যোগ্য নেতৃত্ব ফিরবে এফবিসিসিআইতে।

সর্বশেষ খবর