শনিবার, ৬ মার্চ, ২০২১ ০০:০০ টা
অষ্টম কলাম

অবশেষে সচল জীবিত স্কুলশিক্ষককে মৃত দেখিয়ে বন্ধ হওয়া এনআইডি

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে লক্ষ্মী কান্ত রায় নামে এক স্কুলশিক্ষককে মৃত দেখিয়ে ছয় বছর আগে বন্ধ হওয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আবার সচল করা হয়েছে। লক্ষ্মী কান্ত আদিতমারী উপজেলা বালাপুকুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সদর উপজেলার কাকেয়টেপা গ্রামের হিরম্ব চন্দ্রের ছেলে। লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মনজুরুল হাসান বলেন, গত বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশনের এক আদেশে ওই শিক্ষকের এনআইডি সচল হয়েছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। ভোটার আইডি কার্ড সচল হওয়ার কথা জানিয়ে লক্ষ্মী কান্ত বলেন, বৃহস্পতিবার রাতে আমি করোনাভাইরাসের টিকার জন্য নিবন্ধন করতে পেরেছি। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আজাদুল হেলাল জানান, জীবিত স্কুলশিক্ষককে মৃত দেখিয়ে জাতীয় পরিচয়পত্র বন্ধ করা এবং ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ঘটনার তদন্ত চলছে। তদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর