রবিবার, ৭ মার্চ, ২০২১ ০০:০০ টা

বিনিয়োগকারীদের সতর্ক থাকতে হবে

-ফারুক আহমেদ সিদ্দিকী

বিনিয়োগকারীদের সতর্ক থাকতে হবে

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বলেছেন, শেয়ারবাজারে যারা বিনিয়োগ করবেন তাদের ভালোভাবে বুঝে করা দরকার। এখানে ভালো কোম্পানি যেমন আছে তেমনি বন্ধ থাকা কোম্পানিও আছে। বন্ধ থাকা বা গ্রোথ হয় না এমন কোম্পানিতে বিনিয়োগ করলে ক্ষতিগ্রস্ত হবেন। এ ছাড়া বাজারে নানা ধরনের প্রবণতা কাজ করে। এসব বিষয়ে সবাইকে সতর্ক হয়ে বিনিয়োগ করা উচিত।

বাংলাদেশ প্রতিদিনকে ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, কোনো কোনো শেয়ারের মূল্য কয়েক দিনের মধ্যে দ্বিগুণ, তিনগুণ হয়ে যাচ্ছে। কীভাবে এত দাম বাড়ল? অনেকে এসব শেয়ারে বিনিয়োগ করে দ্রুত বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন। যে শেয়ারই কেনা হোক না কেন তার মৌল ভিত্তি দেখতে হবে। ভালোভাবে বুঝে নিতে হবে কতটুকু দাম বাড়তে বা কমতে পারে। তিনি বলেন, হঠাৎ করে কোনো কোম্পানির শেয়ার দর অনেক বাড়লে দ্রুত তা কমে যেতে পারে। যারা কম বিনিয়োগ করেন তারা কোনোভাবে লাভবান হতে পারবেন না। যখন দাম বাড়ে সেটা কি প্রবৃদ্ধির কারণে বেড়েছে নাকি কোনো কারসাজি আছে, তা দেখতে হবে। প্রকৃত দামের সঙ্গে মিল আছে কি না- এতটুকু যে না বুঝতে পারবে তাদের শেয়ারবাজারে বিনিয়োগ করা উচিত নয়। তাই সতর্ক না থেকে বিনিয়োগ করলে শেয়ারবাজারে মুনাফার চেয়ে ক্ষতি হবে।

সর্বশেষ খবর