রবিবার, ৭ মার্চ, ২০২১ ০০:০০ টা

গুজবে শেয়ার কেনা যাবে না

-আবু আহমেদ

গুজবে শেয়ার কেনা যাবে না

বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেছেন, বাজারে নানা ধরনের গুজব প্রচার হয়। অনেকে ফেসবুক, অনলাইনে শেয়ার আইটেম খোঁজ করে কেনার জন্য। এগুলো শেয়ারবাজারে বিনিয়োগের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। যে কোনো শেয়ার না কিনে প্রবৃদ্ধি, উৎপাদন স্বাভাবিক আছে এমন কোম্পানির শেয়ার কিনতে হবে। সতর্কতার সঙ্গে শেয়ারের প্রবৃদ্ধি দেখে বিনিয়োগ করা উচিত। বাংলাদেশ প্রতিদিনকে অধ্যাপক আবু আহমেদ বলেন, বাজারে কোনো কোনো কোম্পানির শেয়ার কয়েক দিনের মধ্যে দুই/তিন গুণ বেড়ে যায়। কোনো কারণ ছাড়াই বাড়ে। কোনো কিছু না বুঝে এসব কোম্পানির শেয়ার কেনে বিনিয়োগকারীরা। যারা গুজব ছড়ায় তারাই এর জন্য দায়ী। গুজব ছড়িয়ে নিজেদের হাতে থাকা শেয়ার বিক্রি করে বাজার থেকে চলে যায় কারসাজি চক্র। তাদের কারসাজিতে বড় ধরনের লোকসানের মুখে পড়তে হয়। যারা বিনিয়োগ করে তারা না বুঝেই অতিরিক্ত মুনাফার আশায় শেয়ার কেনে। এভাবে বিনিয়োগ করা উচিত নয়। তিনি আরও বলেন, সম্প্রতি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর ডিভিডেন্ড সর্বোচ্চ ৩০ শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এ সিদ্ধান্ত রিভিউ করা উচিত। সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে এমন সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত। কম মূল্যে মানুষ ভালো শেয়ার কিনতে চায়। বেশি ডিভিডেন্ড না দিতে পারলে সাধারণ বিনিয়োগকারীরা মুনাফা করতে পারবে না।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর