রবিবার, ৭ মার্চ, ২০২১ ০০:০০ টা

বিনিয়োগের সময় সচেতন থাকা উচিত

-শাকিল রিজভী

বিনিয়োগের সময় সচেতন থাকা উচিত

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সভাপতি ও পরিচালক শাকিল রিজভী বলেছেন, শেয়ারবাজারে বিনিয়োগ করার সময় সচেতন থাকতে হবে। অসচেতনভাবে বিনিয়োগ করলে মুনাফার চেয়ে লোকসানের আশঙ্কা বেশি। প্রতিটি শেয়ার সম্পর্কে ধারণা নিয়ে কিনতে হবে।

বাংলাদেশ প্রতিদিনকে শাকিল রিজভী বলেন, বাজারে কোন কোম্পানির শেয়ার কিনতে হবে বা কেনা উচিত তা নির্ভর করে প্রবৃদ্ধির ওপর। ছোট মূলধনী কোম্পানির শেয়ারও কেনা যাবে যদি সেসব কোম্পানির উৎপাদন প্রবৃদ্ধি ঠিক থাকে। আবার বড় মূলধনী কোম্পানির শেয়ার ক্রয়ের ক্ষেত্রে  প্রবৃদ্ধি দেখে সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেন, কোম্পানির ইপিএস কী রকম, ডিভিডেন্ড দিতে পারবে কি না এগুলো বিবেচনায় নিতে হবে সতর্কতার সঙ্গে। টাকা আছে বাজারে এসে যে কোনো শেয়ার কিনলাম। নানা গুজব শুনে বিনিয়োগ করলাম। এতে বড় ধরনের লোকসানের মুখে পড়ার আশঙ্কা রয়েছে। তিনি আরও বলেন, শেয়ারবাজারে অন্যান্য পণ্যের মতো বেচাবিক্রি হয় না। এখানে ঝুঁকি রয়েছে। সবাইকে তাই সচেতনভাবে চিন্তা করতে হবে। বাজার কখনো খুব বেশি বাড়বে আবার অনেক কমেও যেতে পারে। সেটা অস্বাভাবিক কোনো বিষয় না। তাই সচেতনতা ছাড়া কারও শেয়ারবাজারে বিনিয়োগ করা    উচিত নয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর