রবিবার, ৭ মার্চ, ২০২১ ০০:০০ টা

কলিমউল্লাহর বিষোদগার অনভিপ্রেত অনাকাক্সিক্ষত

------- ইউজিসি

নিজস্ব প্রতিবেদক

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ শিক্ষামন্ত্রী ও ইউজিসির তদন্ত কমিটি নিয়ে যে বিষোদগার করেছেন (গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে) তা অনভিপ্রেত ও অনাকাক্সিক্ষত। উপাচার্যের মতো দায়িত্বশীল পদে অধিষ্ঠিত একজন ব্যক্তির কাছ থেকে কোনোভাবেই এটি প্রত্যাশিত নয়। গতকাল গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

ইউজিসির জনসংযোগ দফতর থেকে পাঠানো এ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইউজিসি সব সময় স্বকীয়তা বজায় রেখে কাজ করছে, কখনোই এর ব্যত্যয় ঘটেনি। শিক্ষা মন্ত্রণালয়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বড় ধরনের অনিয়মের অভিযোগ উত্থাপিত হলে তা তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ইউজিসিকে দায়িত্ব প্রদান করা হয়। তদন্ত কমিটি সম্পূর্ণ প্রভাবমুক্ত হয়ে একটি বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন তৈরি করেছে। তদন্তের কোনো পর্যায়ে শিক্ষমন্ত্রী বা অন্য কেউ প্রভাব বিস্তার করার কোনো সুযোগ নেই। প্রতিবেদনটির তদন্ত সম্পূর্ণ স্বাধীন ও প্রভাবমুক্তভাবে সম্পন্ন করা হয়েছে। শিক্ষামন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকে কখনো কোনো বিষয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করেননি বলেও জানায় ইউজিসি।

সর্বশেষ খবর