সোমবার, ৮ মার্চ, ২০২১ ০০:০০ টা

ডিসি সুলতানাসহ জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলবে : হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

মধ্যরাতে বাড়ি থেকে ধরে নিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি সাংবাদিক আরিফুল ইসলামকে নির্যাতনে কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানাসহ জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি মামলার কার্যক্রম স্থগিতের আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। এর ফলে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলার কার্যক্রম চলতে আর কোনো বাধা নেই। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আপিল বেঞ্চ এ আদেশ দেয়। হাই কোর্টের আদেশের বিরুদ্ধে আরডিসি (রেভিনিউ ডেপুটি কালেক্টর) নাজিম উদ্দীন আপিল বিভাগে আবেদনটি করেছিলেন।

আদালতে সাংবাদিক আরিফুল ইসলামের পক্ষে ছিলেন সগীর হোসেন লিওন, তার সঙ্গে ছিলেন ইশরাত হাসান। অন্যদিকে নাজিমুদ্দিনের পক্ষে ছিলেন শাহানারা বেগম। এর আগে মধ্যরাতে বাড়ি থেকে ধরে নিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাংবাদিক আরিফুল ইসলামকে নির্যাতনের ঘটনায় কুড়িগ্রামের সাবেক ডিসিসহ জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে করা অভিযোগ এজাহার হিসেবে গ্রহণ করতে সংশ্লিষ্ট থানার ওসিকে নির্দেশ দেয় হাই কোর্ট। আরিফুল ইসলামের করা অভিযোগপত্র অনুসারে কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন, আরডিসি নাজিম উদ্দীন, সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা, সহকারী কমিশনার এসএম রাহাতুল ইসলামসহ অজ্ঞাতনামা আরও ৩৫-৪০ জন সরকারি কর্মচারীর বিরুদ্ধে এ মামলা গ্রহণ করতে বলা হয়। সেই সঙ্গে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক সাংবাদিক আরিফুল ইসলামকে দেওয়া সাজার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করে হাই কোর্ট। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাংবাদিক আরিফুল ইসলামকে সাজা দেওয়ার পুরো প্রক্রিয়া কেন অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে ২০২০ সালের ২৩ মার্চ রুল জারি করেছিল আদালত। আদালতের আদেশের ধারাবাহিকতায় ২০২০ সালের ৩১ মার্চ কুড়িগ্রাম থানায় ফৌজদারি মামলা করেন সাংবাদিক আরিফুল ইসলাম।

সর্বশেষ খবর