সোমবার, ৮ মার্চ, ২০২১ ০০:০০ টা

গুলিস্তানে বাসচাপায় মেয়ের সামনে প্রাণ গেল মায়ের

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলিস্তানে রাস্তা পার হওয়ার সময় দুই বাসের চাপায় মেয়ের সামনেই প্রাণ হারিয়েছেন মা। গতকাল দুপুরে গোলাপ শাহ্ মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃতের নাম পারভীন বেগম (৪০)। তিনি মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার রাজদিয়া গ্রামের আবদুল বাসেদের স্ত্রী। মেয়ে সুমাইয়াকে ডাক্তার দেখাতে তিনি ঢাকায় এসেছিলেন। বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। দুই কন্যার জননী ছিলেন পারভীন বেগম।

নিহতের মেয়ে সুমাইয়া জানান, ডাক্তার দেখাতে মায়ের সঙ্গে আজ (গতকাল) মুন্সীগঞ্জ থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আসেন তারা। ফেরার পথে গুলিস্তান থেকে মুন্সীগঞ্জের গাড়িতে ওঠার জন্য রাস্তা পার হওয়ার সময় দুই বাসের চাপায় মা গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে             কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পথচারী হুমায়ুন জানান, গুলিস্তানের গোলাপশাহ্ মাজার এলাকায় যাত্রীবাহী বাস আরাম পরিবহন ও  এন মল্লিক পরিবহন নামে দুটি বাসের চাপা লেগে পারভীন বেগমের মৃত্যু হয়। শাহবাগ থানার পরিদর্শক (অপারেশনস) শেখ মো. কামরুজ্জামান জানান, এন মল্লিক পরিবহন ও আরাম পরিবহনের চাপায় পড়ে পারভীন বেগমের মৃত্যু হয়। এ ঘটনায় বাস দুইটি জব্দ করা হয়েছে। আরাম পরিবহনের চালক সেলিম বেপারী এবং হেলপার শাহিন শেখকে আটক করা হয়েছে। এন মল্লিক পরিবহনের চালক ও হেলপারকে ধরতে অভিযান চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর