সোমবার, ৮ মার্চ, ২০২১ ০০:০০ টা
১৫০ মিলিয়ন ডলার আত্মসাৎ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশির ১৫ বছর জেল

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

চিকিৎসার নামে ইন্স্যুরেন্স কোম্পানির ১৫০ মিলিয়ন ডলার (দেড় হাজার কোটি টাকা) হাতিয়ে নেওয়ার মামলায় বাংলাদেশি আমেরিকান মাশিয়াত রশিদকে (৪০) মিশিগানের ফেডারেল কোর্ট ১৫ বছরের কারাদন্ড প্রদান করেছে। এ ছাড়াও একই চক্রের সদস্য হিসেবে ১২ জন ডাক্তারসহ ২১ জনকে বিভিন্ন মেয়াদের কারাদন্ড দেওয়া হয়েছে। মিশিগান ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি সাইমা শফিক মহসিন এবং বিচার বিভাগের ক্রিমিনাল ডিভিশনের সহকারী অ্যাটর্নি জেনারেল নিকলাস এল ম্যাকুয়াইড এক সংবাদ সম্মেলনে জানান, রায় অনুযায়ী মিশিগান এবং ওহাইয়ো স্টেটভিত্তিক ‘ট্রাই-কাউন্টি ওয়েলনেস গ্রুপ’র সিইও মাশিয়াত রশিদকে কারাদন্ড ভোগের পাশাপাশি প্রতারণামূলকভাবে মেডিকেয়ার কোম্পানির হাতিয়ে নেওয়া ৫১ মিলিয়ন ডলারও ফিরিয়ে দিতে হবে। রায়ে তার সাড়ে ১১ মিলিয়ন ডলার মূল্যের বাণিজ্যিক ও আবাসিক রিয়েল এস্টেট বাজেয়াপ্ত করা হয়েছে।

তিনি জানান, মিশিগানের ওয়েস্ট ব্লুমফিল্ডের বাসিন্দা মাশিয়াত রশিদকে গত ৩ মার্চ এই দন্ড প্রদান করা হয়। উল্লেখ্য, ২০১৭ সালে গ্রেফতারের এক বছর পর অর্থাৎ ২০১৮ সালে নিজে থেকেই তিনি দোষ স্বীকার করেছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর