মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১ ০০:০০ টা

আজ উদ্বোধন ফেনী নদীর মৈত্রী সেতু

শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি একসঙ্গে থাকবেন ভার্চুয়াল অনুষ্ঠানে

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

আজ উদ্বোধন ফেনী নদীর মৈত্রী সেতু

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগ্রহে ফেনী নদীর ওপরের ‘মৈত্রী সেতু’ উদ্বোধন করা হবে আজ মঙ্গলবার সকালে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পূর্বনির্ধারিত ব্যস্ততার কারণে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না। তবে তাঁর একটি রেকর্ড করা বার্তা দেখানো হবে ভিডিও কনফারেন্সে। এই সেতুর উদ্বোধন করার কথা ছিল নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময়। কিন্তু প্রধানমন্ত্রীর সচিবালয় চাইছিল ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকারের তিন বছর পূর্তির দিন ৯ মার্চ এই অনুষ্ঠানটি করতে। মঙ্গলবার হচ্ছে আসাম ও পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের প্রথম ধাপের নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। বিজেপি এই দিনে ভোটারদের বিশেষ বার্তা দিতে চায় বলে রাজনৈতিক সূত্রে বলা হয়েছে। মৈত্রী সেতু ছাড়াও প্রধানমন্ত্রী মোদি মঙ্গলবার বেশ কিছু সড়ক ও শুল্ক দফতর উদ্বোধন এবং ভিতপাথর স্থাপন করবেন। যেমন সাব্রুমে আধুনিক শুল্ক বন্দর, আগরতলা শহরে ডিজিটাল মাধ্যমে পুলিশসহ সরকারি দফতরের মধ্যে সুসংহত যোগাযোগ ব্যবস্থা, আগরতলা-উদয়পুর ও কৈলা শহর খোওয়াই সড়ক। এগুলো স্থাপিত হলে বাংলাদেশ থেকে মৈত্রী সেতু হয়ে চট্টগ্রাম বন্দরে যাওয়ার পথ যেমন কম হবে তেমনি ভারতের উত্তর-পূর্ব রাজ্যের সঙ্গে সড়ক যোগাযোগ সহজ হবে। প্রধানমন্ত্রীর দফতর সোমবার গভীর রাতে এক বিবৃতিতে জানায়, এ প্রকল্পগুলোর দরুন ত্রিপুরা উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হয়ে যাবে। বাংলাদেশের চট্টগ্রামের দূরত্ব হবে মাত্র ৮০ কিমি.। বিবৃতিতে আশা করা হয়েছে, ভবিষ্যতে ভারত-বাংলাদেশ বাণিজ্যের ক্ষেত্রে এক নয়া দিগন্ত উন্মোচিত হবে। ১.৯ কিমি. দীর্ঘ মৈত্রী সেতু ভারতের সাব্রুম ও বাংলাদেশের রামগড়ের সঙ্গে সংযোগ স্থাপন করবে। সেতু নির্মাণে ব্যয় হয়েছে ১৩৩ কোটি রুপি।

সর্বশেষ খবর