বুধবার, ১০ মার্চ, ২০২১ ০০:০০ টা

জেল পালানো সেই বন্দী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জেল পালানো সেই বন্দী গ্রেফতার

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক ফরহাদ হোসেন রুবেলের বিরুদ্ধে চারটি মামলা চলমান রয়েছে। যার মধ্যে একাধিক মামলায় ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এসব মামলায় শাস্তি হওয়ার শঙ্কায় কারাগার থেকে পালানোর পরিকল্পনা করেন। পালানোর পর নরসিংদীর রায়পুর উপজেলার বাল্লাকান্দি চরে যান আত্মগোপনে। ওই এলাকা থেকেই গতকাল সকালে তাকে গ্রেফতার করে সিএমপির কোতোয়ালি থানা পুলিশ। কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন বলেন, ‘কারাগার থেকে  পালানোর পর নরসিংদী চর অঞ্চলে ফুফুর বাসায় আত্মগোপন করে রুবেল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।’ প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল পুলিশকে জানান- একাধিক মামলায় ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তার ধারণা এসব মামলায় নিশ্চিত সাজা হবে। তাই কারাগার থেকে পালানোর পরিকল্পনা করে। জানা যায়, রুবেল কয়েকদিন আগে থেকেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পালানোর পরিকল্পনা করে।

 ঘটনার দিন ভোরে ঘুম থেকে উঠে ফোয়ারায় হাত মুখ ধুয়ে নির্মাণাধীন ভবনে ওঠে। ওই ভবনের প্রায় ৬০ ফুট উঁচু ভবন থেকে লাফ দিয়ে ৩০ ফুট দূরত্বের কারাগারের সীমানা প্রাচীর পাড়ি দেন। এরপর চট্টগ্রাম রেল স্টেশনে গিয়ে ট্রেনে করে প্রথমে ঢাকা এরপর বাসে করে নরসিংদীর ফুফুর বাসায় যান। প্রসঙ্গত, গত শনিবার ফরহাদ হোসেন রুবেল নামে এক বন্দী পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় জেলার ও এক ডেপুটি জেলারকে প্রত্যাহার করা হয়েছে। দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনা তদন্তে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে কারা কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর