শিরোনাম
শুক্রবার, ১২ মার্চ, ২০২১ ০০:০০ টা

দিনে টার্গেট রাতে চুরি

নিজস্ব প্রতিবেদক

দিনে টার্গেট, রাতে চুরি। তিন সদস্যের চোর চক্র। দিনের আলোয় তারা টার্গেটে থাকে। রাত নামলেই করে চুরি। পুরো শহর দাপিয়ে বেড়ায় তারা। তাদের প্রধান টার্গেট ব্যবসা প্রতিষ্ঠান। এই চক্র সম্প্রতি ঢাকার বনানীতে একটি বহুজাতিক প্রতিষ্ঠানের কার্যালয় থেকে চুরি করে ৬৪ লাখ টাকা। এরপর একটি করে মোটরসাইকেল কেনে। স্ত্রীর নামে ১০ লাখ টাকার এফডিআর করে চক্রের প্রধান। চুরির টাকায় বিয়ে করে আরেক সদস্য। এক নারীসহ এদের সবাইকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতাররা হলো- রহিম, সোহেল খাঁ ওরফে কালা সোহেল, সোহেল ও চক্রের প্রধান রহিমের স্ত্রী রাশিদা আক্তার। বুধবার রাজধানী ঢাকা ও নেত্রকোনা থেকে এই চারজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশের গুলশান বিভাগ। এ সময় উদ্ধার করা হয়েছে ৩৯ লাখ টাকা ও চুরির টাকায় কেনা তিনটি মোটরসাইকেল। ডিবি পুলিশ গ্রেফতারদের স্বীকারোক্তির বরাতে বনানীর ঘটনা সম্পর্কে জানিয়েছে, ভবন লাগোয়া গাছ বেয়ে দোতলায় উঠে যায় দুই চোর। এরপর গ্রিল ভেঙে ঢুকে পড়ে বহুজাতিক প্রসাধন বিক্রেতা প্রতিষ্ঠানে। তল্লাশিতে যখন ব্যস্ত দুই চোর। অপর সদস্য তখন বাইরে পাহারায়। আধ ঘণ্টার অভিযানে সিন্দুক ভেঙে ৬৪ লাখ টাকা নিয়ে যায় তারা। পরে সাত তলা বস্তি এলাকায় টাকা ভাগাভাগি করে। চক্রের প্রধান রহিম নেয় ৩০ লাখ, সেকেন্ড ইন কমান্ড সোহেল পায় ২৯ লাখ, আর নিচে পাহারায় থাকা আরেক সোহেল ভাগে পায় পাঁচ লাখ টাকা। আর সোহেল খাঁর বোনের স্বামী নেন ২ লাখ। বাকি টাকা বিভিন্নভাবে খরচ হয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর বনানীতে এই চুরির ঘটনা ঘটে। অথচ এ ঘটনা টের পাননি দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। চোরেরা ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। গতকাল ডিবি পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান জানান, সিকিউরিটি গার্ডদের নিয়োগ দেওয়ার সময় দেখা দরকার তারা মাদকাসক্ত হয়ে রাত করে ঘুমায় কি-না। ফেসবুকে আসক্তির কারণে গার্ড না দিয়ে ফেসবুকে বুঁদ হয়ে থাকে কি-না। যদি তারা সচেতনভাবে দায়িত্ব পালন করেন তাহলে চুরি প্রিভেন্ট করা যাবে। এ ধরনের ঘটনা এড়াতে ব্যক্তিগত প্রতিষ্ঠান ও ভবনে নিজস্ব ব্যবস্থাপনায় ভালো মানের সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরামর্শ দিয়েছেন তিনি।

জানা গেছে, বনানীর ১৩ নম্বর সড়কের ৪৯ নম্বর ভবনের লাফজ ইন্টারন্যাশনালে চুরি হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির সহকারী ম্যানেজার আ. কাউয়ুম আলী বনানী থানায় মামলা করেন। মামলার ছায়া তদন্ত করতে গিয়ে ডিবির হাতে আসামিরা গ্রেফতার হয়।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর