শুক্রবার, ১২ মার্চ, ২০২১ ০০:০০ টা
অষ্টম কলাম

বিমানযাত্রীর ব্যাগে বাঘের কাঁচা হাড়

নিজস্ব প্রতিবেদক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগে বাঘের কাঁচা হাড় পাওয়া গেছে। বুধবার মধ্যরাতে বাঘের চারটি হাড়সহ চীনা ওই নাগরিককে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। তার নাম শু শাংজি। তিনি চীনের গুয়াঞ্জু যাচ্ছিলেন। গতকাল বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল জানান, বুধবার রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের ৬ নম্বর গেটের কাছে একজন চীনা নাগরিকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে অনুসরণ               করে বিমানবন্দর আর্মড পুলিশ। পরে আর্মড পুলিশের অফিসে নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তল্লাশি করে তার কাছ থেকে চারটি হাড় জব্দ করা হয়। টি-ব্যাগের দুটি প্যাকেট জোড়া দিয়ে ভিতরে টি-ব্যাগের সঙ্গে ফয়েল পেপারে মোড়ানো ছিল হাড়গুলো। চীনা ওই নাগরিক তেমন ইংরেজি জানেন না। একটি অ্যাপের মাধ্যমে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি জানান, এগুলো বাঘের হাড়। বাংলাদেশি মনসুর আলী নামের এক ব্যক্তির মাধ্যমে হাড়গুলো সংগ্রহ করেছেন চীনে নিয়ে যাওয়ার জন্য। গ্রেফতারের পর চীনা নাগরিকের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে।

এপিবিএন সূত্র জানায়, হাড়গুলো কাঁচা ছিল। সম্ভবত মেডিকেলের কাজে এগুলো পাচারের চেষ্টা করা হচ্ছিল। গ্রেফতারের সময় চীনা ওই নাগরিকের কাছ থেকে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও ভারতের মুদ্রাও পাওয়া গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর