শনিবার, ১৩ মার্চ, ২০২১ ০০:০০ টা

দাম নির্ধারণের সিদ্ধান্ত এখনই নিতে হবে

-হেলাল উদ্দিন

দাম নির্ধারণের সিদ্ধান্ত এখনই নিতে হবে

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেছেন, সরকার কোন পণ্য কত দামে ভোক্তাকে দিতে চায় সে সিদ্ধান্ত নিতে হবে। আন্তর্জাতিক বাজারে তেল, চিনিসহ বেশ কিছু ভোগ্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। তাই শুধু ব্যবসায়ীদের দোষ না দিয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত সরকারকেই নিতে হবে। গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অন্য বছরের তুলনায় এ বছর আন্তর্জাতিক বাজারে নিত্যপণ্যের বাজারের অবস্থা বেশি খারাপ। পণ্য আমদানির পরও ব্যবসায়ীদের বেশ কিছু ঝামেলায় পড়তে হয়। ট্যাক্স নিয়ে ব্যবসায়ীদের বেকায়দায় ফেলার চেষ্টা করে কাস্টমস। পণ্য ছাড় করাতে ভ্যাট সার্টিফিকেট নিতে চট্টগ্রাম থেকে ব্যবসায়ীদের ঢাকায় আসতে হয়। অনেক সময় উৎকোচ নেওয়ার ঘটনাও ঘটে। অথচ অনলাইনে ভ্যাট ক্লিয়ারেন্স দিলে এত ঝামেলা থাকে না। ব্যবসায়ীকে ঢাকায় আসতে হবে না। ট্রাক্সে কিছুটা সুবিধা পেলে বাজারেও তার প্রভাব পড়ে। এই ব্যবসায়ী নেতা আরও বলেন, রমজানে প্রতি বছর দাম বাড়লে ব্যবসায়ীদের দোষারোপ করা হয়। বিষয়টা এ রকম হয়ে দাঁড়িয়েছে- যা-ই ঘটুক দিন শেষে কেষ্ট ব্যাটাই চোর। অথচ পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের কোনো উদ্যোগ এখনো চোখে পড়ছে না। তারা জনগণকে চাল, ডাল, চিনি, তেল ঠিক কত দামে খাওয়াতে চায় তা ঠিক করতে হবে। এরপর সে দাম ঠিক রাখতে ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলাপ করতে হবে। রমজানের বাজার নিয়ন্ত্রণ করতে গেলে এখনই সিদ্ধান্ত নেওয়ার সঠিক সময়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর