শনিবার, ১৩ মার্চ, ২০২১ ০০:০০ টা
করোনা সংক্রমণ

ফের লকডাউনে ভারতের নাগপুর

প্রতিদিন ডেস্ক

বিশ্বে ফের করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। এর কারণ সম্পর্কে বিশেষজ্ঞরা বলছেন, করোনার টিকা নেওয়ার পর মানুষ অসাবধানী হয়ে উঠেছে। মাস্ক ব্যবহার কমিয়ে দিয়েছে। অথচ আরও অনেক সময় মাস্ক পরে থাকতেই হবে। প্রাপ্ত খবর অনুযায়ী এ পরিস্থিতিতে ভারতের নাগপুরে আবার লকডাউন জারি করা হয়েছে। ব্রাজিলের পরিস্থিতি আরও খারাপ। সূত্র : ওয়ার্ল্ডোমিটারস, রয়টার্স, বিবিসি।

এদিকে গতকাল সকাল পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারসের হিসাব অনুযায়ী বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ২৬ লাখ ৪৪ হাজারে এবং সংক্রমিতের সংখ্যা ১১ কোটি ৯২ লাখ। প্রতিদিন গড়ে মৃত্যু বাড়ছে প্রায় ১০ হাজার করে এবং সংক্রমিত বাড়ছে ৪ লাখ ৭৮ হাজার করে।

লকডাউনে নাগপুর : করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়তে শুরু করায় ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর নাগপুর ও আশপাশের এলাকাগুলোয় ফের লকডাউন জারি করা হয়েছে। ভারতে করোনাভাইরাসের অন্যতম হটস্পট মহারাষ্ট্র। রাজ্যটিতে এখন পর্যন্ত ভারতের মধ্যে সবচেয়ে বেশি কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। গত কয়েক মাসে দেশটিতে সংক্রমণের হার নিম্নমুখী থাকলেও কিছু দিন ধরে পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্রসহ ছয় রাজ্যে শনাক্ত রোগীর ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। করোনাভাইরাসের নতুন ‘ধরনের’ কারণে এ ঊর্ধ্বগতি হতে পারে বলে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন। সতর্কতামূলক নির্দেশনা মানতে অনীহাও সংক্রমণ বৃদ্ধিতে ভূমিকা রাখছে, বলেছেন তারা। ভারতজুড়ে টিকাদান কর্মসূচি চলার মধ্যে মহারাষ্ট্রে সংক্রমণ বাড়ার এ চিত্র দেশটির কর্মকর্তাদের উদ্বেগও বাড়িয়ে দিয়েছে। লকডাউন থাকলেও নাগপুরে টিকাদান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের মন্ত্রী নিতিন রাউত। বলা হয়েছে, লকডাউনে সরকারি দফতর ও শিল্পকারখানায় ২৫ শতাংশ উপস্থিতি বাদে সব প্রতিষ্ঠান ও অপরিহার্য নয় এমন সব দোকান বন্ধ থাকবে।

ব্রাজিলে নতুন মাত্রা : নতুন মাত্রায় পৌঁছেছে ব্রাজিলে করোনা সংক্রমণ। মহামারীতে ব্রাজিলে প্রথমবারের মতো এক দিনে ২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই সঙ্গে দেশটিতে বাড়ছে সংক্রমণ। যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ মৃতের দেশ এখন ব্রাজিল। দেশটিতে মোট ২ লাখ ৭৩ হাজার ১২৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বুধবারই মারা গেছেন ২ হাজার ২৮৬ জন। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলছেন, অতি সংক্রামক ভ্যারিয়েন্টের কারণে সংক্রমণ পরিস্থিতি চরম আকার নিয়েছে। করোনা পরিস্থিতি মারাত্মক আকার নেওয়ায় গত বুধবার প্রেসিডেন্ট জইর বলসোনারোর কঠোর সমালোচনা করেন সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। তিনি অভিযোগ করেন, বর্তমান প্রেসিডেন্টের ‘স্টুপিড’ সিদ্ধান্তের কারণে পরিস্থিতি এমন আকার নিয়েছে। এদিকে বরাবরই করোনা মহামারীকে অবহেলা করে আসা প্রেসিডেন্ট বলসোনারোকে কয়েক মাসের মধ্যে বুধবার প্রথমবারের মতো মাস্ক পরতে দেখা গেছে। এর আগে তিনি করোনা নিয়ে জনগণকে ‘ঘ্যানঘ্যানানি’ বন্ধ করতে বলেন। এদিকে সংক্রমণ বাড়তে থাকায় ব্রাজিলের বড় শহরের হাসপাতালগুলোর ওপর মারাত্মক চাপ তৈরি হয়েছে। এর অনেকটিতে বিপর্যস্ত হয়ে পড়ার মুখে রয়েছে বলে জানিয়েছে দেশটির শীর্ষ স্বাস্থ্য কেন্দ্র ফিওকরাজ। কেন্দ্রটির চিকিৎসক এবং গবেষক মার্গারেথ ডালকোলমো বলেন, মহামারীর সবচেয়ে বাজে অবস্থায় রয়েছে ব্রাজিল।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর