রবিবার, ১৪ মার্চ, ২০২১ ০০:০০ টা

খোলার আগে শিক্ষকদের টিকা সম্পন্ন করতে হবে

-ড. ছিদ্দিকুর রহমান

খোলার আগে শিক্ষকদের টিকা সম্পন্ন করতে হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান বলেছেন, এক বছর ধরে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। আর কতদিন বাসায় বসে থাকবে শিক্ষার্থীরা? স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে।

গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। ড. ছিদ্দিকুর রহমান আরও বলেন, এর আগে করোনার প্রকোপ তো কম ছিল। শিক্ষাপ্রতিষ্ঠান আগেই খোলা যেত। এখন ফের করোনার প্রকোপ একটু বাড়ছে। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা জারি করে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। স্কুল-কলেজ খোলার আগে শিক্ষকদের টিকা প্রদান সম্পন্ন করতে হবে। কর্মকর্তা-কর্মচারীদেরও নিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীদের মধ্যে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী মাস্ক নিশ্চিত করতে হবে। স্কুলে হাত ধোয়ার ব্যবস্থা থাকতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে সকালে-বিকালে শিফট করে ক্লাসে পাঠদান করা যেতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর