রবিবার, ১৪ মার্চ, ২০২১ ০০:০০ টা

সংক্রমণ ৩ শতাংশের নিচে না নামলে খোলা বিপজ্জনক

-ড. সৈয়দ মন্জুরুল ইসলাম

সংক্রমণ ৩ শতাংশের নিচে না নামলে খোলা বিপজ্জনক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক ড. সৈয়দ মন্জুরুল ইসলাম বলেছেন, সরকার ৩০ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েছে। মানুষ সহযোগিতা করলে এটি সম্ভব ছিল। কিন্তু মানুষ ছুটি পেয়ে কক্সবাজারে গিয়ে সমুদ্রসৈকতে মেতে উঠেছে। হোটেলে স্থান না পেয়ে বিচে রাত কাটিয়েছে। বিয়েবাড়ি ছাড়াও বিভিন্ন স্থানে মানুষ চলাফেরা করছে মাস্ক ছাড়াই। আমরা তো মহামারী থেকে মুক্ত হতে পারিনি। করোনা সংক্রমণের হার ৩ শতাংশের নিচে না নামলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে শিক্ষার্থীদের বিপদে ফেলা হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। ড. সৈয়দ মন্জুরুল ইসলাম বলেন, শিক্ষা নিয়ে বলতে গেলেই সরকারকে বহু কারণে আমি দোষ দিই। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কারণে সরকারের কোনো সমালোচনা করব না। সরকার এক্ষেত্রে বিজ্ঞানসম্মত ও জনহিতকর একটি সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, শিক্ষক ও আবাসিক শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু করেছে সরকার। এ জন্য সরকারকে সাধুবাদ জানাই। কিন্তু সরকারকে যদি সাধারণ মানুষ সহযোগিতা না করে তবে সরকার করোনা সমস্যার সমাধান দিতে পারবে না। স্কুল না খোলা গেলে সরকার নয়, মানুষের দোষ দেব। বিশেষ করে সেসব মানুষকে যারা চিৎকার করছে স্কুল খোলার জন্য, কিন্তু সুযোগ পেয়ে কক্সবাজার ঘুরে আসছে, দেদার চলাফেরা করছে। স্কুল এখনো না  খোলাকে শতভাগ সমর্থন জানাই। সরকার ইচ্ছা করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখেনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর