রবিবার, ১৪ মার্চ, ২০২১ ০০:০০ টা

ভিসি কলিমউল্লাহর তদন্তে ইউজিসির প্রতিনিধি দল আজ রংপুর যাবে

নিজস্ব প্রতিবেদক

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্তে আজ রংপুর যাচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিনিধি দল। এদিকে বিশেষ উন্নয়ন প্রকল্পে অনিয়মের ব্যাপারে পুনর্তদন্ত চেয়েছেন ভিসি অধ্যাপক কলিমউল্লাহ। গত ৭ মার্চ ইউজিসি চেয়ারম্যানের কাছে এক চিঠিতে এ দাবি জানান তিনি।

ইউজিসির সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান এ প্রতিবেদককে জানান, ভিসি ড. কলিমউল্লাহর বিরুদ্ধে শিক্ষকদের দেওয়া ৫৫টি অভিযোগের তদন্ত করবে ইউজিসির প্রতিনিধি দল। তিন সদস্যবিশিষ্ট এ প্রতিনিধি দলের আহ্বায়ক হিসেবে রয়েছেন ইউজিসি  সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ। বিশেষ উন্নয়ন প্রকল্পে পুনর্তদন্তের চিঠির ব্যাপারে ভিসি অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ গতকাল প্রতিবেদককে বলেন, প্রকল্পটি পূর্ববর্তী ভিসি অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর হাত ধরে শুরু হয়েছিল। প্রকল্পের শুরুতেই সব রকম ব্যত্যয় ও অনিয়ম ঘটেছে। অনুমোদিত নকশার বাইরে কাজ করায় নির্মাণ খরচও বেড়ে গেছে অনেক। একনেকের অনুমোদিত নকশার বাইরে গিয়ে এটি করা হয়েছে। আমি ভিসি হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেখেছি ভিত্তিকাজ শেষ হয়েছে। যে কনসালট্যান্ট নিয়োজিত ছিলেন তার সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের চুক্তি ছিল এক বছরের। তাকেও আগাম পেমেন্ট করা হয়েছে বিয়ারার চেকে। এসব নানা অনিয়ম সংঘটিত হয়েছে আগের ভিসির সময়ে। ড. কলিমউল্লাহ বলেন, ইউজিসি যে প্রতিনিধি দল তদন্ত করেছে তারা পূর্ববর্তী ভিসির দায় আমার ওপর চাপিয়ে দিয়েছে। তারা এক্ষেত্রে আমার বক্তব্যও জানতে চায়নি। তাই ইউজিসির কাছে প্রকল্পটি নিয়ে পুনর্তদন্তের দাবি জানিয়েছি। আমার প্রত্যাশা তদন্তের ক্ষেত্রে ইউজিসি নিরপেক্ষ ও পেশাদারিত্বের পরিচয় দেবে। ইউজিসি সূত্রমতে, তারা সবার বক্তব্য শুনবেন, সব অভিযোগ যাচাই-বাছাই করে দেখবেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর