মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১ ০০:০০ টা

তিন মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত

করোনাভাইরাসে ৬৭ দিনে সর্বোচ্চ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

তিন মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত

বছর পার করে ফের ভয়ংকর রূপে হাজির হয়েছে করোনা। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটির কারণে মৃত্যু হয়েছে ২৬ জনের, যা ৬৭ দিনের মধ্যে সর্বোচ্চ মৃত্যু। সংক্রমণ হার বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৪৮ শতাংশে, যা ৮৬ দিনের মধ্যে সর্বোচ্চ। গত এক দিনে নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৭৭৩ জন করোনা রোগী, যা ৯০ দিনের মধ্যে সর্বোচ্চ। এত বেশি সংক্রমণ হার, মৃত্যু ও রোগী শনাক্তের ঘটনা চলতি বছরে এটাই প্রথম। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৬৯৫টি নমুনা পরীক্ষায় ১ হাজার ৭৭৩ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯ দশমিক ৪৮ শতাংশ। এর চেয়ে বেশি শনাক্ত হারের তথ্য জানানো হয়েছিল গত বছরের ১৯ ডিসেম্বর। ওই দিন ১০ দশমিক ৩০ শতাংশ নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়। গত এক দিনে মারা গেছেন ২৬ জন। এর চেয়ে বেশি ৩১ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল গত বছরের ৭ জানুয়ারি। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৭৭৩ জন। এক দিনে এর চেয়ে বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয় গত বছরের ১৫ ডিসেম্বর। ওই দিন শনাক্ত হয় ১ হাজার ৮৭৭ জন করোনা রোগী। গতকাল সকাল ৮টা পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ৫৯ হাজার ১৬৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৮ হাজার ৫৭১ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ১৩ হাজার ১২৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৭৭ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৬ জনের মধ্যে ২১ জন ছিলেন পুরুষ ও পাঁচজন নারী। সবার মৃত্যু হয়েছে হাসপাতালে। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ১৯ জনই ছিলেন ষাটোর্ধ্ব, পাঁচজন পঞ্চাশোর্ধ্ব ও দুজনের বয়স ছিল ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। ২৬ জনের মধ্যে ২৩ জনের মৃত্যু হয় ঢাকা বিভাগে। একজন করে মারা গেছেন চট্টগ্রাম, রাজশাহী ও বরিশাল বিভাগে। বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্তের তথ্য জানানো হয় ও ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর। দেশে রোগী শনাক্তের পর সংক্রমণ বাড়তে বাড়তে জুলাই-আগস্টে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। বছরের শেষে কমতে শুরু করে। নতুন বছরের ফেব্রুয়ারিতে ৩ শতাংশের নিচে নেমে আসে সংক্রমণ হার। মানুষের মধ্যে স্বস্তি দেখা দেয়। সেই সঙ্গে ঢিলেঢালা অবস্থায় চলে যায় স্বাস্থ্যবিধি মানার বিষয়টি। মার্চের শুরু থেকে ফের বাড়তে শুরু করে সংক্রমণ ও মৃত্যু। গতকাল তা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এদিকে সংক্রমণ রোধে গত ২৭ জানুয়ারি দেশে গণটিকা কার্যক্রম শুরু হয়। গতকাল পর্যন্ত টিকার প্রথম ডোজ পেয়েছেন ৪৪ লাখ ৮৫ হাজার ৯৫৪ জন।

সর্বশেষ খবর