মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১ ০০:০০ টা

শ্রেণিকক্ষে সামাজিক দূরত্ব ৩ ফুটেই করোনা ঠেকানো সম্ভব : মার্কিন গবেষণা

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

৬ ফুট নয়, ক্লাস রুমে ৩ ফুট দূরত্ব বজায় রাখলেই করোনা সংক্রমিত করার ভীতি থাকবে না। দীর্ঘ গবেষণার পর গত সপ্তাহে ‘দ্য জার্নাল ক্লিনিক্যাল ইনফেকশাস ডিজিজ’-এ প্রকাশিত এক নিবন্ধে এমন পরামর্শ দেওয়া হয়েছে। আর এভাবেই সব স্কুল পুনরায় নিরাপদে চালু করা সম্ভব বলেও অভিমত পোষণ করা হয়েছে ওই গবেষণা প্রতিবেদনে।

করোনা মহামারীর পরই সামাজিক দূরত্ব ছয় ফুট নির্ধারণ করা হয় সিডিসির স্বাস্থ্যবিধিতে। এই প্রথম তা অর্ধেকে নামিয়ে আনার প্রসঙ্গ উঠল শিশু-কিশোরদের জন্য পুনরায় স্কুল খোলার স্বার্থে। কারণ, ভার্চুয়ালে ক্লাস করতে করতে কোমলমতি শিক্ষার্থীরা এক ধরনের বিষণ্ণতায় আক্রান্ত হচ্ছে। তবে সবাইকে মাস্ক পরতে হবে, শ্রেণিকক্ষ সব সময় পরিষ্কার রাখতে হবে। ঘন ঘন হাত ধোয়ার অভ্যাস চালু রাখতে হবে। উল্লেখ্য, কয়েক সপ্তাহ ধরে ফার্স্ট লেডি জিল বাইডেন এবং তার স্বামীর প্রশাসন পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চালুর অভিপ্রায়ে নানা ধরনের যুক্তির অবতারণা করলেও অধিকাংশ অভিভাবক ও শিক্ষকই তা নিরাপদ বলে মনে করছেন না। সবাই টিকা গ্রহণের পর সংক্রমণের হার একেবারেই হ্রাস না পাওয়া পর্যন্ত অনলাইনে ক্লাস অব্যাহত রাখার পক্ষে তারা মত দিচ্ছেন। এমনই অবস্থায় গবেষণার ভিত্তিতে উপরোক্ত নিবন্ধ অনেকের মধ্যেই স্বস্তির ভাব এনে দিয়েছে বলে জানা গেছে। এই গবেষণা রিপোর্টের আলোকে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রমণ-রোগ বিশেষজ্ঞ এবং প্রেসিডেন্টের করোনা সম্পর্কিত প্রধান উপদেষ্টা ড. এন্থনি ফাউচি গত রবিবার বলেছেন, তিন ফুট দূরত্ব বজায় রাখলে করোনাভাইরাস সংক্রমণ রোধ করা সম্ভব হবে। তবে স্বাস্থ্যবিধির অপর বিষয়গুলো মেনে চলতে হবে শিক্ষার্থীসহ শিক্ষাঙ্গনের সবাইকে। যদিও এখন পর্যন্ত সিডিসি সামাজিক দূরত্ব অর্ধেকে কমিয়ে নেওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি। তবে উপরোক্ত গবেষণা-রিপোর্টকে সিডিসি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে উল্লেখ করেন ড. ফাউসি। ১০ মার্চ প্রকাশিত হয়েছে গবেষণা নিবন্ধটি। এরই মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে চালু ক্লাসসমূহের শিক্ষার্থীদের ওপর পরিচালিত জরিপে করোনাভাইরাস সংক্রমিত হওয়ার হার একেবারেই নগণ্য বলে জানা গেছে। আরও জানা গেছে, ১০ বছরের কম বয়সী শিশুদের করোনায় সংক্রমিত হওয়ার হার একেবারেই হাতেগোনা হলেও ১৪/১৫ বছর বয়সীদের মতো হাসপাতালে যাওয়ার ঘটনাও খুবই কম।

সর্বশেষ খবর