বুধবার, ১৭ মার্চ, ২০২১ ০০:০০ টা

হাসপাতালে করোনা রোগী বাড়ছেই

হজ গমনেচ্ছুদের দ্বিতীয় টিকা মে মাসেই

নিজস্ব প্রতিবেদক

দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় হাসপাতালে প্রতিদিন বাড়ছে ভর্তি রোগীর সংখ্যা। আইসিইউতে বাড়ছে সংকটাপন্ন রোগীর সংখ্যা। এক সপ্তাহ আগে গত ১০ মার্চ দেশের হাসপাতালগুলোতে মোট ভর্তি ছিল ১ হাজার ৮৯৮ জন করোনা রোগী। গতকাল সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৫৩৪ জনে। সপ্তাহের ব্যবধানে হাসপাতালে ভর্তি রোগী বেড়েছে ৬৩৬ জন। এর মধ্যে শুধু আইসিইউ শয্যায় সংকটাপন্ন রোগী বেড়েছে ৬২ জন। ১ মার্চ থেকে গতকাল পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগী বেড়েছে ১ হাজার ৩ জন। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৭৪৮টি নমুনা পরীক্ষায় আরও ১ হাজার ৭১৯ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে।

হজ গমনেচ্ছুদের দ্বিতীয় ডোজ : হজযাত্রীদের করোনা টিকা বাধ্যতামূলক করেছে সৌদি আরব। বাংলাদেশ থেকে হজে যেতে ইচ্ছুকদের তালিকা প্রস্তুত করেছে ধর্ম মন্ত্রণালয়। আগ্রহীদের মে মাসের মধ্যে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিতে হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। গতকাল ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সর্বশেষ খবর