বুধবার, ১৭ মার্চ, ২০২১ ০০:০০ টা

রাজধানীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এ্যাপারেল স্টিচ লিমিটেডের পোশাক শ্রমিকরা। গতকাল সকাল ৯টায় তেজগাঁওয়ের তিব্বত মোড়ে সড়ক অবরোধ  করে এ বিক্ষোভ শুরু করেন তারা। পরে পুলিশ এসে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদ ও চার মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে তারা এ বিক্ষোভ করেন। তাদের এ বিক্ষোভে তেজগাঁও থেকে মহাখালী সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়। এক পর্যায়ে পুলিশ এসে সরে যেতে বললেও তারা সড়ক থেকে সরছিলেন না। পরে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধস্তাধস্তি শুরু হয়। বেলা ১১টার দিকে লাঠিচার্জ শুরু করে পুলিশ। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও কয়েক রাউন্ড টিয়ারশেল ছুড়ে। পরে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে প্রায় তিন ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। শ্রমিকরা অভিযোগ করেন, তারা সকালে কাজ করতে এসে দেখেন কারখানায় তালা। এরপর শোনেন মালিক কারখানা বন্ধ করে দিয়েছে। অথচ তাদের আগে কোনো ধরনের নোটিস দেওয়া হয়নি। বেতন বকেয়া রয়েছে, সেগুলো পরিশোধ করা হয়নি।

 বিনা নোটিশে এভাবে কারখানা বন্ধ করে দেওয়ার জন্য তারা রাস্তা অবরোধ করেন। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার শীল বলেন, রাস্তা বন্ধ করে রাখায় তীব্র যানজটের সৃষ্টি হয়। মানুষের এতে ভোগান্তি হচ্ছিল। তাদের সড়ক থেকে সরে সাইডে যাওয়ার অনুরোধ করা হয়। এ ছাড়া মালিকপক্ষের সঙ্গেও আলোচনা করা হয়। শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

সর্বশেষ খবর