বুধবার, ১৭ মার্চ, ২০২১ ০০:০০ টা

নরেন্দ্র মোদির ঢাকা সফর ২৬-২৭ মার্চ

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ঘোষণা করেছে। গত রাতে এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদি ২৬-২৭ মার্চ দুই দিনের জন্য বাংলাদেশ সফর করবেন। কভিডের পরে এটাই প্রধানমন্ত্রী মোদির প্রথম বিদেশ সফর। এ কারণে এটা প্রমাণ করে ভারত বাংলাদেশকে অগ্রাধিকার দেয়।

এতে বলা হয়েছে, এ সফরের প্রধান তিনটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। এগুলো হলো মুজিববর্ষ- শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পালন, ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ও মুক্তিযুদ্ধের ৫০ বছর উদ্যাপন। নরেন্দ্র মেইদ সর্বশেষ বাংলাদেশ সফর করেন ২০১৫ সালে। এবারের সফরে তিনি বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে ২৬ মার্চ জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রী মোদি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন।

সর্বশেষ খবর