শুক্রবার, ১৯ মার্চ, ২০২১ ০০:০০ টা

খুলনায় হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার তেরখাদার কাটেঙ্গায় ওষুধ ব্যবসায়ী ফিরোজ শেখ হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদন্ড ও পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়। গতকাল দুপুরে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ডপ্রাপ্তরা হচ্ছেন- ফরিদ মোল্লা, মিসবাহ মোল্লা, মোরতজা মোল্লা ও টুটুল মোল্লা। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছেন- মুক্ত মোল্লা, শহিদুল শিকদার, সেলিম শিকদার, নাসির শিকদার ও মেহেদী মোল্লা। আসামিরা সবাই তেরখাদা উপজেলার কাটেঙ্গা গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় ফাঁসির আসামি মোরতোজা ও যাবজ্জীবনপ্রাপ্ত আসামি মেহেদী পলাতক ছিলেন। জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ২০১০ সালের ১৫ আগস্ট আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফিরোজ শেখকে গুরুতর জখম করে। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সর্বশেষ খবর