শনিবার, ২০ মার্চ, ২০২১ ০০:০০ টা
বেহাল শিক্ষাব্যবস্থা

উপাচার্য ছাড়াই ৩৭ বিশ্ববিদ্যালয়

৬ পাবলিক ৩১ প্রাইভেটে একই হাল, বেসরকারি ৮৪টিতে নেই উপ-উপাচার্য, ৫২টিতে কোষাধ্যক্ষের পদ শূন্য

নিজস্ব প্রতিবেদক

উপাচার্য ছাড়াই ৩৭ বিশ্ববিদ্যালয়

বর্তমানে দেশের ছয়টি পাবলিক ও ৩১টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদ শূন্য রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্ব অন্য কেউ পালন করলেও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর দায়িত্বে কেউ নেই। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সূত্র বলছে, উপাচার্য নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তথা রাষ্ট্রপতি। এ জন্য এ নিয়োগ প্রক্রিয়া কিছুটা সময়সাপেক্ষও বটে। তবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য নিয়োগ না দেওয়ার একটা প্রবণতা রয়েছে। অনেক বিশ্ববিদ্যালয় অনিয়ম করতেই মাসের পর মাস, বছরের পর বছর উপাচার্য নিয়োগ দেয় না। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হয় ট্রাস্টি বোর্ডের মাধ্যমে। ইউজিসির সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, যেসব ট্রাস্টি বোর্ডের অনিয়ম করার প্রবণতা রয়েছে তাদের উপাচার্য নিয়োগে অনীহা থাকে। কারণ, উপাচার্য নিয়োগ না দিলে তাদের অনিয়ম করতে সুবিধা হয়। শিক্ষার্থীদের কাছে তারা টিউশন ফি নিতে চান। কিন্তু যথাযথভাবে বিশ্ববিদ্যালয় পরিচালিত করতে চান না। নিজেদের কর্তৃত্ব  দেখাতে ও বিশ্ববিদ্যালয়কে কুক্ষিগত করতেই উপাচার্য নিয়োগে এই অনীহা। তিনি আরও বলেন, ইউজিসির ওয়েবসাইটে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে বলা হয়েছে- ছয় মাসের বেশি সময় উপাচার্য না থাকা বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থী ভর্তি হলে এর দায় ইউজিসি নেবে না। কারণ, রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত উপাচার্য না থাকলে শিক্ষার্থীর সনদও বৈধতা পাবে না। ইউজিসি সূত্র জানায়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে উপাচার্য নেই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, খুলনা বিশ্ববিদ্যালয়ে, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। এ ছাড়া হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্যের পদ শূন্য হবে ২৩ মার্চ। একই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্যের মেয়াদও শেষ হবে। আগামী মে থেকে জুন মাসের মধ্যে আরও কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ শূন্য হচ্ছে। জানা গেছে, ৬ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, ১০ জুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ১৯ মে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ১৩ জুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং ১০ জুন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ শেষ হবে। এ ছাড়া সরকার অনুমোদিত ১০৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩১টিতে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত উপাচার্য নেই। ইউজিসির তথ্যমতে, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, গণবিশ্ববিদ্যালয়, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, পুন্ডু ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ট্রাস্ট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজিসহ আরও বেশকয়েকটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদ শূন্য রয়েছে। এছাড়া সম্প্রতি উপাচার্যের পদ শূন্য হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, দি মিলেনিয়াম ইউনিভার্সিটি, নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, রাজশাহী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ৮৪টিতে বর্তমানে উপ-উপাচার্য নেই এবং ৫২টিতে কোষাধ্যক্ষের পদ শূন্য রয়েছে। আর উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ- এ তিন পদে কেউ নেই এমন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১৯টি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর