রবিবার, ২১ মার্চ, ২০২১ ০০:০০ টা

লালমনিরহাটে ট্রেন-ট্রলি সংঘর্ষে দুই শ্রমিকের হাত-পা বিচ্ছিন্ন

বগুড়ায় গেছে পাঁচজনের প্রাণ

প্রতিদিন ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে গতকাল বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে লালমনিরহাটে ট্রেন-ট্রলির সংঘর্ষে দুই শ্রমিকের হাত-পা বিচ্ছিন্ন হয়ে গেছে। বগুড়ায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া ফরিদপুরের ভাঙ্গা, রাজশাহী, চুয়াডাঙ্গা, চট্টগ্রাম, দিনাজপুর, সিদ্ধিরগঞ্জের দুর্ঘটনায় আরও হতাহতের ঘটনা ঘটেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

লালমনিরহাট : লালমনিরহাটের হাতীবান্ধায় পাটগ্রামগামী করতোয়া এক্সপ্রেস ও বালুবাহী ট্রলির সংঘর্ষে দুই শ্রমিকের হাত-পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল বেলা সাড়ে ৩টায় উপজেলার দিঘিরহাট রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। হাত-পা বিচ্ছিন্ন শ্রমিকরা  হলেন- উপজেলার ধুবনী গ্রামের মবু মিয়ার ছেলে হামিদুল ইসলাম (২৭), অন্যজন উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামের মজিবর রহমানের ছেলে আতিকুল ইসলাম (২৫)। এদের মধ্যে সন্ধ্যায় হামিদুল ইসলাম মারা যান। তারা দুজনই বালুভর্তি ট্রলির শ্রমিক। জানা গেছে, উপজেলা দিঘিরহাট রেলক্রসিং পার হয়ে একটি ট্রলি তিস্তা নদী থেকে বালু আনার সময় হাতীবান্ধা থেকে ছেড়ে আসা করতোয়া এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে সংঘর্ষে দুই শ্রমিকের হাত-পা বিচ্ছিন্ন হয়। স্থানীয়রা উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থা গুরুতর দেখে চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সিঙ্গীমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু বলেন, এই দিঘিরহাট রেলক্রসিংয়ে কোনো গেটের ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা ঘটেই চলছে।

বগুড়া : বগুড়ার শেরপুর ও আদমদীঘিতে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে শেরপুরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন ও আদমদীঘিতে ভটভটির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন যাত্রী আহত হন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল রাত ২টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের দশমাইল নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রতন হোসেন জানান, ঢাকাগামী নাবিল পরিবহনের যাত্রীবাহী একটি বাস মহাসড়কের ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দৃষ্টি পরিবহন নামের যাত্রীবাহী আরেকটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন যাত্রী নিহত হন। আর দুর্ঘটনায় গুরুতর আহত ১০ থেকে ১২ জনকে উদ্ধার করে দ্রুত বগুড়ার শজিমেক হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে দুজন হাসপাতালে পৌঁছার আগেই মারা যান।

এদিকে দুর্ঘটনার পর বাস দুটি মহাসড়কের মধ্যে আড়াআড়িভাবে পড়ে থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মহাসড়কের উভয় পাশে প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। শেরপুর হাইওয়ে পুলিশের দশমাইল ক্যাম্পের ইনচার্জ বানিউল আলম আনাম বলেন, দুর্ঘটনায় হতাহতদের নাম-পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। দুর্ঘটনার পর যান চলাচল বন্ধ থাকলেও কিছু সময় পরেই তাদের হস্তক্ষেপে স্বাভাবিক হয়। বাস দুটি জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এদিকে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ভটভটির ধাক্কায় আবদুুল মোমিন (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল সকাল ৭টায় বগুড়ার আদমদীঘি উপজেলার দমদমা বেইলি ব্রিজ এলাকায়। এ ছাড়া বগুড়ায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের (৭০) মৃত্যু হয়েছে। তিনি  জেলার কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামগ্রামের বাসিন্দা। ভাঙ্গা (ফরিদপুর) : ভাঙ্গায় ট্রেনের নিচে পড়ে দুই নসিমন যাত্রী নিহত হয়েছেন। তারা দুজন চাচাতো ভাই। গতকাল দুপুর ২টার দিকে রাজবাড়ী-ভাঙ্গা রেলপথে ভাঙ্গার জান্দী নামক স্থানে এ ঘটনা ঘটে। ভাঙ্গা থেকে মধুমতি এক্সপ্রেস নামের ওই ট্রেনটি ভাঙ্গা রেলস্টেশন ছাড়ার পর পরই এ দুর্ঘটনা ঘটে। এটি রেলের একটি অনুমোদনবিহীন ক্রসিং। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন রফিক মাতুব্বর (২৫)। তিনি মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া মহল্লার আবুল মাতুব্বরের ছেলে। নিহত অপরজন হলেন রফিকের চাচাতো ভাই সোহেল মাতুব্বর (২০)। সোহেল শিবচর উপজেলার দত্তপাড়া মহল্লার হোসেন মাতুব্বরের ছেলে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন নিহত রফিকের বাবা আবুল মাতুব্বর (৪৫)। তিনি ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। চট্টগ্রাম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল সকাল সোয়া ৭টার দিকে সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের রাজঘাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- লোহাগাড়ার সুখছড়ি এলাকার আবদুর রহমানের ছেলে ওবাইদুল হক (৩০) ও পদুয়া ইউনিয়নের জংগল পদুয়া এলাকার মো. ওসমানের ছেলে মো. নোমান (২২)। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আবদুর রব জানান, মাইক্রোবাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। দিনাজপুর : গতকাল দিনাজপুর-দশমাইল মহাসড়কে কাভার্ড ভ্যানচাপায় মোস্তফা কামাল নামে বাইসাইকেল আরোহী, পার্বতীপুরে পিকআপের ধাক্কায় চয়ন মোল্লা নামে পথচারী এবং দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাটে যাত্রীবাহী বাস উল্টে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। নিহত মোস্তফা কামাল (৩৫) দিনাজপুর সদর উপজেলার রামডুবি এলাকার মোহসিন আলীর ছেলে এবং নিহত চয়ন মোল্লা (৭০) পার্বতীপুর শহরের হলদিবাড়ী রেল কলোনির বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাইসাইকেলে বাড়ি থেকে কাজের জন্য দিনাজপুর শহরে আসছিলেন মোস্তফা কামাল। ওই মহাসড়কের বটতলী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান দুটি ইজিবাইকে ওভারটেক করতে গিয়ে মোস্তফা কামালকে পিষ্ট করলে তার মৃত্যু হয়।  ঘোড়াঘাট থানার ওসি (তদন্ত) মমিনুল ইসলাম জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা পুনর্ভবা পরিবহন দুপুর ১২টার দিকে ঘোড়াঘাটের সুকানপুকুর মোড় (ভিক্কুর মোড়) নামক স্থানে বাসের এক্সেল ভেঙে রাস্তার মাঝখানে উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় বাসে থাকা যাত্রীর মধ্যে ১৫ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহ : ঝিনাইদহে মাটি টানা ট্রাক্টরের চাপায় মহিদুল বিশ্বাস (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। গতকাল সকালে আড়মুখী গ্রামের স্কুলপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিদুল বিশ্বাস সদর উপজেলার আড়মুখী গ্রামের হুরমত বিশ্বাসের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, সকালে বাড়ি থেকে মাঠে যাচ্ছিলেন মহিদুল বিশ্বাস। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে মাঠ থেকে মাটিবোঝায় করে ট্রাক্টরটি রাস্তায় ওঠার সময় মহিদুল বিশ্বাসকে চাপায় দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। রাজশাহী : রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মো. সাগর (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সকাল ৯টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পবা উপজেলার বালিয়া শ্যামপুকুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সাগরের বড় ভাই মো. শুভ (২০) গুরুতর আহত হয়েছেন। তারা ভ্যানের আরোহী ছিলেন। ভ্যান চালাচ্ছিলেন শুভ। এদের বাড়ি পবার হরিপুর কলোনিতে। তাদের বাবার নাম মো. রেন্টু। রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ জানান, সকালে দুই ভাই ভ্যানে চড়ে কাশিয়াডাঙ্গা থেকে বাড়ি যাচ্ছিলেন। তখন চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাক শ্যামপুকুর মোড়ে ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুই ভাই ছিটকে ট্রাকের নিচে পড়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে শুভর চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থাও সংকটাপন্ন। দুর্ঘটনার পর চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে গেছে। ট্রাকটিকে জব্দ করে থানায় নেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাক্টর মেরামতের সময় চাপা পড়ে মারা গেছেন হোসেন আলী ওরফে হুসাইন (২৬) নামে এক ট্রাক্টরচালক। গতকাল বেলা ১১টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হোসেন আলী দামুড়হুদার কাদিপুর গ্রামের মৃত মহব্বত আলীর ছেলে। সিদ্ধিরগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতুর পশ্চিম পাশে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি (৪২) নিহত হয়েছেন। রাতে ঢাকাগামী অজ্ঞাত গাড়িচাপায় আহত হলে তাকে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর