মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১ ০০:০০ টা

বাকেরগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর বাড়িতে হামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বাকেরগঞ্জের কলসকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. ওয়াদুদ খন্দকার টিটুর বাড়িতে হামলা-ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগ প্রার্থী ফয়সাল ওয়াহিদ মুন্না তালুকদারের বিরুদ্ধে। গতকাল দুপুরে এ হামলার ঘটনা ঘটে। এতে বিদ্রোহী প্রার্থীর দুই কর্মী আহত হন। আহতরা হলেন হেলাল খন্দকার (৫০) ও মিলন খন্দকার (৩৮)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আগামী ১১ এপ্রিলের নির্বাচনে কলসকাঠী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন টিটু খন্দকার। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র হিসেবে মনোনয়ন জমা দেন। টিটু খন্দকার অভিযোগ করেন, গতকাল দুপুর ১টার দিকে আওয়ামী লীগ প্রার্থী মুন্না তালুকদারের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা তার বাড়িতে লাগানো কয়েকটি সিসি ক্যামেরা ভাঙচুর করে। এ সময় তারা হেলাল ও মিলনকে পিটিয়ে আহত করে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। তবে হামলার বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মুন্না তালুকদার। বাকেরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী টিটু খন্দকারের বাড়িতে হামলার খবরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কোনো হামলাকারীকে আটক করতে পারেনি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর