মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১ ০০:০০ টা
কৃষি

একই গাছে ফলবে বেগুন ও আলু

ওলী আহম্মেদ, শেকৃবি

একই গাছে ফলবে বেগুন ও আলু

এবার একই গাছে ফলবে দুই ধরনের সবজি। গাছটির উপরের অংশে ফলবে বেগুন, আর মাটির নিচে মিলবে আলু। এর উদ্ভাবক গাছটির নাম দিয়েছেন ‘ব্রিঞ্জালু’ বা বেগুন-আলু। এর আগে একই গাছে টমেটো ও আলু ধরিয়ে টমালু উদ্ভাবন করেছিলেন তারা। রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অবসরপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর ড. আব্দুল্লাহ মোহাম্মদ ফারুক ব্রিঞ্জালুর উদ্ভাবক। গত বছরের নভেম্বর মাসে শুরু করা এ গবেষণা চলতি মাসে সফলতার মুখ দেখেছে। ঢাকার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) ক্যাম্পাসে গবেষণাটি সম্পন্ন হয়েছে। গবেষক ড. ফারুক জানান, ‘এখানে জোড় কলমের মাধ্যমে আলু ও বেগুন গাছের কলম তৈরি করে স্বতন্ত্রধর্মী গাছে রূপ দেওয়া হয়েছে। গাছটির উপরের অংশে বেগুন ধরবে আর নিচের অংশে আলু।’ বাংলাদেশ এগ্রিকালচার ডেভলপমেন্ট করপোরেশনের সহকারী পরিচালক ফাহাদ উল হক ও আইইউবিএটি শিক্ষার্থী মাহাদী হাসান এ গবেষণায় সম্পৃক্ত ছিলেন। ব্রিঞ্জালু নিয়ে গবেষকের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে গবেষক ড. ফারুক বাংলাদেশ প্রতিদিনকে জানান, ‘বছর দুয়েক আগে একই গাছে টমেটো ও আলু ধরিয়ে টমালু উদ্ভাবন করেছিলাম। টমালু এ বছরই বগুড়ার কিছু চাষি বাণিজ্যিকভাবে চাষাবাদ করছেন।

নিশ্চয়ই আনন্দের বিষয় এটি। সেই আলোকে ব্রিঞ্জালুকেও বাণিজ্যিকীকরণের উদ্দেশে মাঠপর্যায়ে ছড়িয়ে দেওয়ার সর্বাত্ম চেষ্টা থাকবে। এক্ষেত্রে সরকারি কিংবা বেসরকারি কোনো সংস্থার পৃৃষ্ঠপোষকতা গবেষণার সার্বিক দিককে ত্বরান্বিত করবে।

সর্বশেষ খবর