বুধবার, ২৪ মার্চ, ২০২১ ০০:০০ টা

পাঁচ হাসপাতালকে ফের প্রস্তুতির নির্দেশ

ডেডিকেটেড হলো বার্ন ইনস্টিটিউট

নিজস্ব প্রতিবেদক

দেশে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় ঢাকার সরকারি আরও পাঁচটি হাসপাতালকে পুনরায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটকে করোনা চিকিৎসায় ডেডিকেটেড করা হয়েছে। গত সোমবার স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ড. বিলকিস  বেগম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ‘দেশে ক্রমাগত কভিড-১৯ সংক্রমিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় রাজধানীর মিরপুরের লালকুঠি হাসপাতাল, ঢাকা মহানগর হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী  মেডিকেল কলেজ হাসপাতাল,  ডিএনসিসি করোনা আইসোলেশন সেন্টার ও সরকারি কর্মচারী হাসপাতালকে সার্বিকভাবে প্রস্তুত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হলো।’ চিঠিটি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বরাবর পাঠানো হয়। প্রসঙ্গত, গত বছর করোনায় আক্রান্ত রোগী বাড়তে থাকায় এই হাসপাতালগুলোকে করোনা ডেডিকেটেড করা হয়। পরবর্তীতে রোগীর সংখ্যা কমে এলে এসব হাসপাতালে করোনা ইউনিটের পাশাপাশি অন্য রোগীদের জন্যও সেবা চালু করা হয়। পৃথক আরেক আদেশে বলা হয়েছে, দেশে ক্রমাগত করোনা  রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে করোনা রোগীর চিকিৎসাসেবা চালু করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর