বুধবার, ২৪ মার্চ, ২০২১ ০০:০০ টা

ওয়াসার পানির মূল্য বৃদ্ধির প্রস্তাব অগ্রহণযোগ্য : ক্যাব

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস প্রাদুর্ভাবের এ সংকটকালে অর্থাৎ মহামারীর মধ্যে পানির মূল্য বৃদ্ধির প্রস্তাব অগ্রহণযোগ্য ও অমানবিক। সুবিবেচনাপ্রসূত নয়। গতকাল কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়। এতে জানানো হয়, করোনার কারণে দেশের জনগণ যখন আর্থিক সংকটের মধ্যে তখন ওয়াসা আবাসিক গ্রাহক পর্যায়ে পানির দাম ৫ শতাংশ এবং বাণিজ্যিক পর্যায়ে ৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করেছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ওয়াসার পানির মূল্য বৃদ্ধি করা হলে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাবে, মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে। আসন্ন রমজানে সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যখন ঊর্ধ্বমুখী তখন ওয়াসার পানির মূল্য বৃদ্ধি করা  হলে সাধারণ মানুষের জন্য তা হবে ‘মারার উপর খাঁড়ার ঘা’। প্রতি বছর ওয়াসার পানির দাম বাড়ছে। সে পানির সরবরাহ সংকটাপন্ন। অথচ ওয়াসার পানির মান নিয়ে রয়েছে মানুষের দীর্ঘদিনের অভিযোগ। ক্যাব কর্তৃপক্ষ মনে করেন ঢাকা ওয়াসার পানি উৎপাদনের জন্য ব্যয়ের কথা বলে পানির দাম বৃদ্ধির যে প্রস্তাব দেওয়া হয়েছে তা অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। তারা ওয়াসার পানির মূল্য বৃদ্ধি না করাসহ বিচারিক প্রক্রিয়ার দাবি জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর