বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১ ০০:০০ টা
সমস্যা বাড়ছেই

রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধের আহ্বান তাপসের

নিজস্ব প্রতিবেদক

করোনা সংক্রমণ বিবেচনায় রাত ৮টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন সব ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধের আহ্বান জানিয়েছেন ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সাপ্তাহিক নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে গতকাল নগরীর গোপীবাগের বাংলাদেশ বয়েজ ক্লাব মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান মেয়র। শেখ তাপস বলেন, করোনা মহামারীতে আবার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। ৮টার মধ্যে সব দোকানপাট বন্ধ হলে সংক্রমণ কমে আসবে এবং আমরা ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে পারব। এ সময় আরও উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, সচিব আকরামুজ্জামান প্রমুখ।

সর্বশেষ খবর