রবিবার, ২৮ মার্চ, ২০২১ ০০:০০ টা

ছুটির দিনে ভিন্নরূপ

মোস্তফা মতিহার

ছুটির দিনে ভিন্নরূপ

গতকাল ছুটির দিন থাকলেও মেলায় লোকসমাগম গত কয়েক দিনের মতো ঘটেনি। বেলা ১১টায় মেলা শুরুর পর থেকে বিকাল প্রায় ৫টা নাগাদ বইমেলায় ছিল সুনসান নীরবতা। তবে ৫টার পর থেকে লোকসমাগম ঘটলেও ছুটির দিনের মেলা নিয়ে প্রত্যাশার সঙ্গে প্রকাশকদের প্রাপ্তির সমন্বয় ঘটেনি। আজ থেকে একুশের মেলা তার স্বরূপে ফিরে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিভিন্ন প্রকাশনা সংস্থায় কর্মরতরা। কথাপ্রকাশের ব্যবস্থাপক ইউনুস আলী বলেন, একদিকে করোনা অন্যদিকে রাজধানীজুড়ে থমথমে পরিবেশ, এত কিছুর পরেও যে মানুষ মেলায় আসছে এবং বই কিনছে এটাই বা কম কিসে। প্রতিদিনই যে এক রকম যেতে হবে তা মানতে নারাজ তিনি। বিকাল ৫টার দিকে মেলায় আসেন জনপ্রিয় কথাসাহিত্যিক আনিসুল হক। তিনি সময় প্রকাশনীর প্যাভিলিয়নে কিছু সময় কাটান এবং নিজের বইয়ের ওপর পাঠক-ভক্তদের অটোগ্রাফ দেন। নোনাজলে ধুয়ে দেখি অন্য ছবি গোপনে গোপনে : হাওলাদার প্রকাশনী থেকে প্রকাশিত হলো কবি সাইফুল ইসলামের কাব্যগ্রন্থ ‘নোনাজলে ধুয়ে দেখি অন্য ছবি গোপনে গোপনে’। গতকাল বিকালে মেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে বইটির মোড়ক উন্মোচন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। নতুন বই : বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের তথ্যমতে, গতকাল মেলার দশম দিনে নতুন বই এসেছে ১৭৫টি। এর মধ্যে গল্প ৩০টি, উপন্যাস ৩০, প্রবন্ধ ৭, কবিতা ৪৫, গবেষণা ১, ছড়া ৭, শিশুতোষ ৩, জীবনী ৮, মুক্তিযুদ্ধ ১০, বিজ্ঞান ২, ভ্রমণ ২, ইতিহাস ৫, রাজনীতি ২, রম্য/ধাঁধা ২, ধর্মীয় ২, অনুবাদ ৪, সায়েন্সফিকশন ২ ও অন্যান্য ৯টি। এর মধ্যে উল্লেখযোগ্য বইগুলো হলো- আগামী প্রকাশনী থেকে প্রকাশিত হাসনাত আবদুল হাই ও সিরাজুল ইসলাম মুনির সম্পাদিত ‘বঙ্গবন্ধু শতবর্ষে শতগল্প’ আবদুল গাফ্ফার চৌধুরী, মোনায়েম সরকার ও সৈয়দ জাহিদ হাসান সম্পাদিত ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন শত প্রবন্ধ’, কথাপ্রকাশ এনেছে হরিশংকর জলদাসের ‘কুন্ত্রীর বস্ত্রহরণ’, আফসান চৌধুরী সম্পাদিত ‘১৯৭১ অসহযোগ আন্দোলন ও প্রতিরোধ’ ইত্যাদি। মূল মঞ্চ : বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী : বাংলাদেশের সংবিধানের মূলনীতি’ শীর্ষক আলোচনা। এতে প্রবন্ধ উপস্থাপন করেন জালাল ফিরোজ। আলোচনায় অংশ নেন সাব্বির আহমেদ। সভাপতিত্ব করেন মো. মইনুল কবির।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর