সোমবার, ২৯ মার্চ, ২০২১ ০০:০০ টা

বইমেলায় ক্রেতা সমাগম বাড়ছে

মোস্তফা মতিহার

বইমেলায় ক্রেতা সমাগম বাড়ছে

রাজধানীজুড়ে খানিকটা থমথমে ভাব থাকলেও গতকাল বইমেলার চিত্র ছিল উল্টো। প্রতিদিনই ক্রেতা সমাগম বাড়ছে, তার প্রমাণও ছিল এই দিনটি। বইপ্রেমীরা সব রকম চোখ রাঙানি উপেক্ষা করে মেলায় ছুটে এসেছেন। তারা নিজের প্রিয় বই কিনে তবেই বাড়ি ফিরেছেন। বইয়ের প্রতি হৃদয়ের টান না থাকলে এটা সম্ভব হতো না। বাঙালি উৎসবপ্রিয় ও বইপ্রিয় সেটি আবারও প্রমাণ হয়েছে মেলার একাদশ দিনের জনসমাগম ও বই কেনার দৃশ্যের মাধ্যমে। ঐতিহ্য প্রকাশনীর ব্যবস্থাপক আমজাদ হোসেন কাজল বলেন, ভেবেছিলাম হরতালের কারণে মেলা জমবে না, লোকজন আসবে না, বিক্রি তেমন একটা হবে না। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করেছেন বইপ্রেমীরা। সব বাধা ও প্রতিকূলতা ডিঙিয়ে মেলায় লোকজন এসেছেন আর বইও কিনেছেন। রাজনৈতিক পরিস্থিতি যখন মেলাতে নেতিবাচক প্রভাব ফেলতে পারেনি, তখন আশা করছি সামনের দিনগুলোতেও মেলা আরও অনেক বেশি জমবে। রাজধানীর মোহাম্মদপুর থেকে মেলায় এসেছিলেন ফয়সাল রহমান। তিনি বলেন, আসলে আমি প্রচুর পরিমাণে বইপ্রেমী। যার কারণে হরতালের ভিতরেও মেলায় ছুটে এসেছি। ভেবেছিলাম মেলায় হয়তো মানুষজন কম আসবে। ভিড় কম থাকবে। কম ভিড়ে বই কেনার মজাই আলাদা। কিন্তু এসে দেখি আমার ধারণা ভুল। আমার মতো অনেকেই ছুটে এসেছেন বইমেলায়। গোটা রাজধানীতে থমথমে অবস্থা আর মেলায় একেবারেই ভিন্নরূপ। খুবই ভালো লাগছে মেলায় এসে। একদিনে সব বই কেনা সম্ভব হবে না। আরেকদিন এসে সব বই কিনব। অন্যদের কথা বলতে পারব না, তবে আমি ব্যক্তিগতভাবে এবারের বইমেলা নিয়ে ভীষণ আশাবাদী।

নতুন বই : বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের তথ্যমতে, গতকাল একাদশ দিনে মেলায় ১২২টি বই এসেছে। এর মধ্যে গল্প-১৮, উপন্যাস-২০, প্রবন্ধ-৭, কবিতা-৪৪, ছড়া-২, শিশুসাহিত্য-১, জীবনী-৪, রচনাবলি-১, মুক্তিযুদ্ধ-২, নাটক-২, ইতিহাস-৩, রাজনীতি-১, বঙ্গবন্ধু-৩, রম্য/ধাঁধা-১, ধর্মীয়-২, অনুবাদ-১, অন্যান্য-১০টি বই। আর গত ১১ দিনে মেলায় নতুন বই এসেছে মোট ১ হাজার ৩৮১টি।

সর্বশেষ খবর