সোমবার, ২৯ মার্চ, ২০২১ ০০:০০ টা

জমে উঠেছে ইউনিয়ন পরিষদ ভোট

আচরণবিধি নিয়ে ইসির বিশেষ নির্দেশনা

গোলাম রাব্বানী

জমে উঠেছে ইউনিয়ন পরিষদ ভোট

জমে উঠেছে প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে ৩৭১ ইউপিতে জমজমাট প্রচার-প্রচরণা চলছে। তবে নির্বাচন প্রচারণা নিয়ে অনেক এলাকা দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে। সংঘাত-সংঘর্ষ হচ্ছে দলীয় ও মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে। অনেক এলাকায় গোলাগুলির ঘটনাও ঘটছে। গত ২৫ মার্চ প্রতীক পাওয়ার পর থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনসভা, মিছিল ও শোডাউন নিষিদ্ধ রয়েছে। তবুও আচরণবিধি লঙ্ঘন করে চলছে মিছিল মিটিং। এ ছাড়া প্রার্থীরা পথসভা, ঘরোয়া সভা করতে চাইলে ২৪ ঘণ্টা আগে পুলিশকে জানাতে হবে। নির্বাচনী প্রচারণায় একজন চেয়ারম্যান প্রার্থী দুপুর-২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রত্যেক ওয়ার্ডে একটি মাইক ব্যবহার করতে পারবেন। সেই সঙ্গে পোস্টারে দলীয় প্রধান ছাড়া অন্য কারও ছবি ছাপানো যাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এদিকে নির্বাচন পরিচালনা বিধিমালা অনুসরণে সংশ্লিষ্ট রিটানিং অফিসার ও নির্বাচনী কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দিয়েছে কমিশন। এক্ষেত্রে সব প্রার্থীদের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করাসহ ছয় নির্দেশনা দেওয়া হয়েছে কর্মকর্তাদের। নির্দেশনায় বলা হয়েছে-কোনোরূপ পক্ষপাতিত্ব, পছন্দ, অপছন্দকে পরিহার করে। কথা কাজে ও আচরণে দৃশ্যমান স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজা রাখতে হবে। বিভিন্ন এলাকায় সংঘর্ষ, গোলাগুলি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে আওয়ামী লীগ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন নয়জন। শনিবার রাতে উপজেলার মিরুখালী ইউনিয়নের নাঙ্গাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজন হলেন উপজেলার বড়শৌলা গ্রামের জাকির হোসেন (৪৫) ও বাদুরা গ্রামের আলমগীর পঞ্চায়েত (৪০)। দুজনকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে গত শনিবারও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগে হামলা  করা হয়েছে। এতে ২০ জন সমর্থক আহত হয়েছেন। উপজেলার বেতমোর বাজারে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর লোকজন এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া ঝালকাঠি সদরের গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থীকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যার দিকে গাবখান সেতুর নিচে চেয়ারম্যানের বাড়ির কাছে এই ঘটনা ঘটে। নির্বাচনী পোস্টার টানানোকে কেন্দ্র করে খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নে নৌকার সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ইউনিয়নের বেতবুনিয়া মাদরাসা সংলগ্ন এলাকায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে। ভোটের মাঠে ১৯ হাজার ১৩৭ জন প্রার্থী : এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপে ৩৭১টি ইউপির মধ্যে ৭৩টিতে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা। এই ৭৩টি ইউপির মধ্যে ৪০টিই বাগেরহাটের। এ ছাড়া ৬৮ জন সাধারণ সদস্য ও আটজন সংরক্ষিত সদস্য বিনাভোটে নির্বাচিত হয়েছেন। সব মিলে এবারে ইউপি প্রথম ধাপের নির্বাচনে তিন পদে ১৪৯ জন জনপ্রতিনিধি বিনাভোটে নির্বাচিত হলেন। তবে অনেক ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী এবং অন্যান্য দলের প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারে বাধ্য করার অভিযোগ ওঠেছে। ইসি জানিয়েছে, এ নির্বাচনের মনোনয়পত্র জমার সময় ৩১ ইউপিতে চেয়ারম্যান পদে একক প্রার্থী ছিল। পরে বাছাই ও প্রত্যাহার শেষে একক প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ ইউপিতে। একই সঙ্গে তিন পদে এ নির্বাচন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ১ হাজার ৮০ জন। বর্তমানে ভোটের মাঠে রয়েছেন ১৯ হাজার ১৩৭ জন। চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য এবং সদস্য পদে মোট ২০ হাজার ৪৮৪ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই ও প্রত্যাহারের পর চেয়ারম্যান পদে ১ হাজার ৪২৯ জন, মেম্বার পদে ১৩ হাজার ৫২৮ জন এবং সংরক্ষিত মেম্বার পদে ৪ হাজার ১৮০ জন প্রতিদ্বন্দ্বিতায় আছেন।

সর্বশেষ খবর