সোমবার, ২৯ মার্চ, ২০২১ ০০:০০ টা
রোহিঙ্গাদের ভোটার করতে সহযোগিতা

কক্সবাজার পৌরসভার তিন কাউন্সিলরসহ গ্রেফতার ৪

কক্সবাজার প্রতিনিধি

রোহিঙ্গাদের জন্মনিবন্ধন, পাসপোর্ট ও ভোটার তালিকায় অন্তর্ভুক্তিতে সহযোগিতা করায় কক্সবাজার পৌরসভার বর্তমান ও সাবেক তিন কাউন্সিলরসহ চারজনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল পৃথক অভিযানে শহরের নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করে দুদক টিম। গ্রেফতার ব্যক্তিরা হলেন কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মিজানুর রহমান, ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাবেদ কায়সার নোবেল, ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম ও কক্সবাজার পৌরসভার জন্মনিবন্ধন শাখার অফিস সহকারী দিদারুল ইসলাম।

দুপুর ১২টার দিকে গ্রেফতার চারজনকে আদালতে সোপর্দ করা হয়। পরে কক্সবাজার স্পেশাল জজ আদালতের বিচারক চারজনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর উপ-পরিচালক মাহবুব আলম ও সহকারী পরিচালক শরীফ উদ্দীনের নেতৃত্বে দুদক টিম এ অভিযান চালায়। দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর উপ-পরিচালক মাহবুব আলম জানান, দায়িত্ব পালনকালে অনৈতিকতার আশ্রয় নিয়ে কক্সবাজার পৌরসভার তিন কাউন্সিলর জন্মনিবন্ধন শাখার অফিস সহকারী দিদারুল ইসলামের সহযোগিতায় রোহিঙ্গাদের জন্মনিবন্ধন ও পাসপোর্ট পেতে সহযোগিতা এবং তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেন। দীর্ঘ তদন্তের পর তাদের বিরুদ্ধে মামলা করা হয়। দুটি মামলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে সোপর্দ করা হয়। স্পেশাল জজ আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি জানান, গেল পাঁচ বছরে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা, পাসপোর্ট করতে সহায়তা, জন্মনিবন্ধন সনদ দেওয়াসহ নানা অভিযোগে ১২টি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সর্বশেষ খবর