বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

মেডিকেলে ভর্তি পরীক্ষা কাল

২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

গুচ্ছভুক্ত দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের বিজ্ঞপ্তি গতকাল প্রকাশ করা হয়েছে। এ ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করা যাবে আজ থেকে। দুপুর ১২টায় অনলাইনে (www.gstadmission.ac.bd) অবেদন শুরু হয়ে চলবে আগামী ১৫ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এছাড়া দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আগামীকাল অনুষ্ঠিত হবে। দেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হবে।

জিএসটি গুচ্ছ ভর্তি কমিটির সচিব ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার                প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ভর্তির প্রাথমিক আবেদনের যোগ্যতা, ভর্তি পরীক্ষার সময়সূচি এবং ভর্তি পরীক্ষার অন্যান্য গুরুত্বপূর্ণ তারিখও প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক আবেদনকারীদের মধ্যে মেধার ভিত্তিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য শিক্ষার্থীদের ফলাফল এবং চূড়ান্ত আবেদন পরে ভর্তির ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। আগামী ১৯ জুন এ ইউনিটের (বিজ্ঞান), ২৬ জুন বি ইউনিটের (মানবিক) ও ৩ জুলাই সি ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক ঘণ্টার পরীক্ষা দুপুর ১২টা থেকে শুরু হয়ে চলবে বেলা ১টা পর্যন্ত।

সর্বশেষ খবর