শুক্রবার, ২ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞায় প্রতিবাদ বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞায় প্রতিবাদ বিক্ষোভ

রাইড শেয়ারিং বন্ধের প্রতিবাদে গতকাল রাজধানীর শাহবাগে মোটরসাইকেল চালকদের বিক্ষোভ -বাংলাদেশ প্রতিদিন

রাইড শেয়ারিং সার্ভিসে মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞার প্রতিবাদে বিক্ষোভ করেছেন পাঠাও, উবারের চালকরা। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং শাহবাগ মোড়ে মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেন শত শত চালক। করোনাভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে বুধবার রাইড শেয়ারিংয়ে মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা দেয় নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ। এ নিষেধাজ্ঞা আপাতত দুই সপ্তাহের জন্য বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল  থাকবে। এদিকে নিষেধাজ্ঞা ঘোষণার পর গতকাল সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে মোটরসাইকেল চালকরা বিক্ষোভ করেন। দুপুরে শাহবাগ মোড়ে বিক্ষোভ করেন পাঠাও, উবারের চালকরা। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার হারুন অর রশীদ গণমাধ্যমকে বলেন, পাঠাও, উবারের চালকরা শাহবাগ মোড়ে বিক্ষোভ করেছেন। এ সময় শাহবাগ মোড় দিয়ে সীমিত আকারে যান চলাচল করে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দুপুর দেড়টার দিকে জড়ো হন মোটরসাইকেল চালকরা। তারা সড়কে মোটরসাইকেল রেখে ফুটপাথে দাঁড়িয়ে মানববন্ধন করেন। দাবি আদায়ে তারা স্লোগান দেন। তারা রাইড শেয়ারিং অ্যাপ বন্ধে সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্দেশনার তীব্র প্রতিবাদ জানান। রাইড শেয়ারিং অ্যাপ বন্ধের প্রতিবাদে রাজধানী ধানমন্ডি ২৭, বাড্ডা এলাকাতেও  মোটরসাইকেল চালকরা বিক্ষোভ করেছেন।

সর্বশেষ খবর